কলকাতা

মুখ্যমন্ত্রী কারও দয়ায় চেয়ারে বসে নেই, বললেন ফিরহাদ

The Chief Minister is not sitting on a chair at anyone's mercy, says Firhad

Truth Of Bengal: মুখ্যমন্ত্রী কারও দয়ায় ওই চেয়ারে বসে নেই। বাংলার জনগণ ওই চেয়ারে বসিয়েছেন। নিজের এক্তিয়ারের মধ্যে থেকে কথা বলা উচিত, কোন রাজনৈতিক দলের হয়ে কথা বলা সঠিক নয়। তা করলে মানুষের যে সমর্থন তা হারিয়ে যাবে। আরজি করের নির্যাতিতার বাবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি প্রসঙ্গে স্পষ্ট জানালেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

নির্যাতিতার বাবা-মা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন? উত্তরে ফিরহাদ বলেন, উনাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। কিন্তু এখন ওনারা এখন যাদের পাল্লায় পরে এইসব বলছেন সেটা এক্তিয়ার বহির্ভূত। নির্মল মাজি, সন্দীপ ঘোষ এদের নাম করছেন নির্যাতিতার বাবা মা? উত্তরে ফিরহাদ বলেন, কথায় আছে না ‘পাগলে কী না বলে ছাগলে কী না খায়’। রাজ্যের বিরোধী দলগুলো রাজনীতি করছে বলে অভিযোগ তাঁর। বিশেষ করে বামপন্থীরা নির্যাতিতার পরিবারকে ভুল পথে পরিচালিত করছে বলে অভিযোগ। তাঁর কথায় অনুমানের ভিত্তিতে কাউকে দোষী সাজানো যায় না। সিবিআই তদন্ত যথাযথ হয়নি বলে মনে করে সরকার। সে জন্যই তো কলকাতা হাইকোর্টে গিয়েছে রাজ্য।

Related Articles