বাংলার দেখানো পথেই কেন্দ্র, এবার সব রাজ্যে তৈরি হবে পয়জন ইনফরমেশন সেন্টার
The Centre is following the path shown by Bengal, now poison information centres will be set up in all states

Truth Of Bengal: কথায় আছে, “বাংলা আজ যা ভাবে, ভারত ভাবে আগামিকাল।” এই কথার সত্যতা আবারও প্রমাণিত হলো। পশ্চিমবঙ্গে শুরু হওয়া একটি উদ্যোগ এবার কেন্দ্রীয় স্তরে পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব ডা. অতুল গোয়েল সম্প্রতি পশ্চিমবঙ্গসহ দেশের সব রাজ্যে একটি করে পয়জন ইনফরমেশন সেন্টার গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন। রাজ্যের যে কোনও দুটি মেডিক্যাল কলেজ বা হাসপাতালে এই সেন্টার তৈরি করার কথা বলা হয়েছে, যাতে সাপের কামড়ে আক্রান্ত রোগীদের দ্রুত অ্যান্টি ভেনম ইনজেকশন দেওয়া যায়।
খাস কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০১৮ সালেই রাজ্যস্বাস্থ্য দপ্তরের উদ্যোগে একটি পয়জন ইনফরমেশন সেন্টার তৈরি করা হয়েছিল। কিন্তু পূর্বতন কলেজ কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এই প্রকল্প কার্যকর হয়নি। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের সাম্প্রতিক প্রস্তাব সেই থমকে থাকা প্রকল্পকে নতুন করে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে।
কেন্দ্রীয় চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, সাপের বিষের জন্য তৈরি অ্যান্টি ভেনমের কার্যকারিতা রাজ্যভেদে আলাদা হতে পারে। তাই প্রতিটি রাজ্যে আলাদা পয়জন ইনফরমেশন সেন্টার গড়ে তোলার প্রয়োজন। এ ছাড়াও, বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড রাজ্যে অ্যান্টি ভেনম সেরাম (এ ভিএস) তৈরির অনুমোদন চেয়েছে।
একসময় বেঙ্গল কেমিক্যাল সফলভাবে এ ভিএস তৈরি করত। কিন্তু পরিকাঠামোর অভাবে উৎপাদন বন্ধ হয়ে যায়। স্বাস্থ্যভবনের অনুমোদন পেলে, এই কাজ ফের শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে এই কাজে ঘোড়ার হাসপাতাল এবং বিভিন্ন প্রজাতির সাপ সংরক্ষণের জন্য বিশেষ জায়গার প্রয়োজন হবে।
এই প্রস্তাব রাজ্যের স্বাস্থ্যব্যবস্থায় একটি নতুন মাত্রা যোগ করতে পারে। কেন্দ্রীয় উদ্যোগ বাংলার স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।