লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন
The Central Election Commission in the state to look into the preparations for the Lok Sabha elections

The Truth of Bengal: লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, পরিস্থিতি পর্যালোচনায় আসছেন রাজ্যে কমিশনের প্রতিনিধিরা। ৩ মার্চ থেকে ৫ মার্চ পশ্চিমবঙ্গ পরিদর্শনে কমিশনের বেঞ্চ। আগে ঠিক হয়েছিল ৪মার্চ থেকে ৬মার্চ আসবে স্পেশাল টিম।
কমিশনের প্রতিনিধিরা রাজ্যে দফায় দফায় বৈঠক করবেন। ৩মার্চ সিইও এবং এসপিএনও-র সঙ্গে বিশেষ মিটিং। ৪মার্চ সকাল সাড়ে ৯টা থেকে ১১-৩০ টা পর্যন্ত বৈঠক। দুদফায় বৈঠক করবেন দিল্লির কমিশনের কর্তারা। জাতীয় ও আঞ্চলিক দলের সঙ্গে বৈঠক কমিশনের প্রতিনিধিদের। দ্বিতীয় দফায় ১১-৩০ টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত হবে বৈঠক।
বৈঠক করবেন পুলিশ সুপার,ডিভিশনাল কমিশনের সঙ্গে।৫মার্চ সকাল ৯-৩০মিনিট থেকে ১১টা পর্যন্ত চলবে বৈঠক।এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে বৈঠক কমিশনের প্রতিনিধিদের। ১১টা থেকে ১২টা পর্যন্ত মুখ্যসচিব-ডিজিপির সঙ্গে বৈঠক।সাড়ে ১২টা থেকে ১-৩০মিনিট পর্যন্ত চলবে প্রেস কনফারেন্স।