কলকাতা

লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন

The Central Election Commission in the state to look into the preparations for the Lok Sabha elections

The Truth of Bengal: লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, পরিস্থিতি পর্যালোচনায় আসছেন রাজ্যে কমিশনের প্রতিনিধিরা। ৩ মার্চ থেকে ৫ মার্চ পশ্চিমবঙ্গ পরিদর্শনে কমিশনের বেঞ্চ। আগে ঠিক হয়েছিল ৪মার্চ থেকে ৬মার্চ আসবে স্পেশাল টিম।

কমিশনের প্রতিনিধিরা  রাজ্যে দফায় দফায় বৈঠক করবেন। ৩মার্চ সিইও এবং এসপিএনও-র সঙ্গে বিশেষ মিটিং। ৪মার্চ সকাল সাড়ে ৯টা থেকে ১১-৩০ টা পর্যন্ত বৈঠক। দুদফায় বৈঠক করবেন দিল্লির কমিশনের কর্তারা। জাতীয় ও আঞ্চলিক দলের সঙ্গে বৈঠক কমিশনের প্রতিনিধিদের। দ্বিতীয় দফায় ১১-৩০ টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত হবে বৈঠক।

বৈঠক করবেন পুলিশ সুপার,ডিভিশনাল কমিশনের সঙ্গে।৫মার্চ সকাল ৯-৩০মিনিট থেকে ১১টা পর্যন্ত চলবে বৈঠক।এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে বৈঠক কমিশনের প্রতিনিধিদের। ১১টা থেকে ১২টা পর্যন্ত মুখ্যসচিব-ডিজিপির সঙ্গে বৈঠক।সাড়ে ১২টা থেকে ১-৩০মিনিট পর্যন্ত চলবে প্রেস কনফারেন্স।

Related Articles