
The Truth of Bengal: গত ২৬ অক্টোবর শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেন অকল্যান্ড স্কোয়ারের এক ৫১ বছর বয়সী বাসিন্দা, বক্তব্য – তাঁর ফ্ল্যাটের আলমারি থেকে প্রায় ৩০০ গ্রাম সোনার গয়না সরিয়ে নিয়েছে তাঁর সেবিকা অণিমা নাটুয়া এবং তার স্বামী সৌরভ নাটুয়া। চুরি যাওয়া গয়নার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা।
ঘটনার তদন্ত করতে থানার ওসি-র তত্ত্বাবধানে গঠিত হয় একটি দল, যার দায়িত্ব পান অ্যাডিশনাল ওসি ইনস্পেকটর শ্রাবন্তী ঘোষ, সঙ্গে তিন সাব-ইনস্পেকটর অভিজিৎ কুমার বোস, সুজিত চৌধুরী, এবং ধাত্রী মণ্ডল। সম্মিলিত প্রচেষ্টায় দুই অভিযুক্তকে দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর অঞ্চল থেকে গ্রেফতার করা হয়।অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে মূল ভূমিকা নেন শ্রাবন্তী, এবং তাদের বয়ানের ভিত্তিতে খোঁজ চালিয়ে উদ্ধার হয়েছে চোরাই মালের সবটাই।
ছবি রইল উদ্ধার হওয়া সামগ্রী ও তদন্তকারী দলের, ছবিতে বাঁ দিক থেকে সাব ইন্সপেক্টর ধাত্রী মণ্ডল, অভিজিৎ কুমার বোস, তন্ময় হাজরা, ওসি,শেক্সপিয়র সরণি থানা ইন্সপেক্টর জয়সূর্য মুখার্জী ও অ্যাডিশনাল ওসি ইন্সপেক্টর শ্রাবন্তী ঘোষ। পিছনে সাব ইন্সপেক্টর সুজিত চৌধুরি।