কলকাতা

অফিস টাইমে সিগন্যালিংয়ের সমস্যা! ব্যাহত মেট্রো পরিষেবা

Technical Problem in Signal of Kolkata Metro

The Truth of Bengal: সামনেই পুজো। তার ওপর অফিস টাইমের ব্যস্ততা। এই সবের মাঝে প্রায়শই ব্যাহত হচ্ছে মেট্রো পরিষেবা। শুক্রবার সকাল থেকেই মেট্রোতে সিগন্যালিংয়ের সমস্যা চলছে। যার জেরে আংশিক ব্যহত মেট্রো চলাচল। স্বাভাবিকভাবেই ভোগান্তির শিকার হন যাত্রীরা।

মেট্রো রেল সূত্রের খবর, পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেডের মধ্যে প্রযুক্তিগত সমস্যার কারণে শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ গিরিশ পার্ক এবং ময়দান স্টেশনে বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। যার ফলে ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত চলছে মেট্রো, এবং গিরীশ পার্ক-দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে মেট্রো। অন্যদিকে ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত চলছে মেট্রো।

যদিও ৩০ মিনিট পর অবশ্য স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা। এদিন বেলা ১২:০৬ নাগাদ ময়দান-দক্ষিণেশ্বরগামী মেট্রো চলাচল শুরু হয়। তার ঠিক ৪ মিনিট পর ১২:১০ মিনিট নাগাদ গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা স্বাভাবিক হয়। গত শনিবারের পর এই শুক্রবারেও মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ার কারণে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ নিত্যযাত্রীরা।

Related Articles