হাইকোর্টে অনলাইন শুনানির সময় রহস্যময় ব্যক্তির ‘উঁকি’হতবাক বিচারপতি
Mysterious man appears online

The Truth of Bengal: কলকাতা হাইকোর্টে অনলাইন শুনানির সময় নজিরবিহীন কাণ্ডে হতবাক বিচারপতি। আদালত সূত্রের খবর, সোমবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত মানিক ভট্টাচার্যের পুত্র সৌভিকের শুনানি চলছিল। সেই সময়ই অজ্ঞাত পরিচয় কোনও ব্যক্তি অনলাইন শুনানিতে ঢুকে যায়। এর পরেই বিষয়টি নিয়ো শোরগোল পড়ে।
সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে একাধিক মামলা ছিল। তার মধ্যে একটি ছিল সৌভিকের শুনানি। যেহেতু বিচারপতি ঘোষের এজলাসে পকসোসহ একাধিক স্পর্শকাতর মামলা ছিল, তাই লাইভ স্ট্রিমিং বন্ধ করা হয়। নির্দেশ দেওয়া হয়েছিল। ভর্চুয়াল শুনানিতে অংশ নিতে চাইলে, তাকে আগাম অনুমতি নিতে হবে।
কিন্তু দেখা যায়, অনলাইন শুনানির সময়, RX নামে কোনও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে পড়েন। সেই সময়ই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কোর্ট অফিসারদের জিজ্ঞাসা করেন অনলাইনে কে রয়েছে? সঙ্গে সঙ্গে কোর্ট অফিসার জানান, যিনি ছিলেন, তিনি অফলাইন হয়ে গিয়েছেন। অর্থাৎ উঁকি মেরেই চম্পট দিয়েছেন ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি।
এমন একটি স্পর্শকারত মামলায় কোনও ব্যক্তি অনলাইনে ঢুকে যাওয়ায় বিস্মিত হয়ে যান স্বয়ং বিচারপতিও। বিচারপতি প্রশ্ন তোলেন কার অনুমতিতে ওই ব্যক্তি অনলাইনে ঢুকে পড়লেন? এর কোনও সদুত্তর অবশ্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত চলতি বছরের জুন মাসে কলকাতা হাই কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলায় আর্থিক লেনদেনের তদন্ত শুরু হয়। তারপরেই একাধিক গ্রেফতারি দখা গিয়েছে। তালিকায় রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। নাম জড়ায় তাঁর পুত্র সৌভিকেরও। সেই মামলারই শুনানি চলছিল আদালতে।