Suvendu Adhikari: নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? শুভেন্দুর প্রশংসায় অধীর, জল্পনায় সরগরম বঙ্গ রাজনীতি
শনিবার সকালে এক সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে একাধিকবার আক্রমণ করেন।
Truth of Bengal: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। ফলে শাসক-বিরোধী উভয় শিবিরই ইতিমধ্যেই কোমর বেঁধে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এরই মধ্যে বাংলার রাজনৈতিক মানচিত্রে কি দেখা যাচ্ছে নতুন সমীকরণের ইঙ্গিত? শনিবার সকালে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মুখে অধীররঞ্জন চৌধুরীর প্রশংসা, সেই প্রশ্নই তুলছে রাজ্য রাজনীতির পর্যবেক্ষক মহল। শনিবার সকালে এক সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে একাধিকবার আক্রমণ করেন। তবে বৈঠকের শেষ পর্যায়ে যখন কংগ্রেস প্রসঙ্গ ওঠে, তখনই বদলে যায় পরিস্থিতি (Suvendu Adhikari)।
শুভেন্দু বলেন, “কংগ্রেস তো ঘোষিত মমতার বন্ধু। কিন্তু যেদিন প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অধীরবাবুকে সরানো হল, সেদিন রাহুল, সোনিয়া, খাড়গে ইঙ্গিত দিলেন যে মমতার বিরুদ্ধে আর লড়াই নয়। প্রিয়রঞ্জন দাশমুন্সি, সোমেন মিত্র, গনি খান চৌধুরী, প্রণব মুখোপাধ্যায়ের পর বাংলায় শক্তিশালী কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীই।” শুভেন্দুর এই মন্তব্য নিয়েই জোর আলোচনা রাজনৈতিক মহলে। কারণ, দীর্ঘদিন ধরে তৃণমূল বিরোধী মুখ হিসেবে অধীররঞ্জন চৌধুরী কংগ্রেসের রাজ্য রাজনীতিতে অন্যতম মুখ ছিলেন। ইন্ডিয়া জোটের শরিক হলেও, অধীর বারবার তৃণমূলের সঙ্গে কংগ্রেসের মতপার্থক্য প্রকাশ্যে এনেছেন। কেন্দ্রীয় রাজনীতিতেও তাঁর বক্তব্যে উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র সমালোচনা (Suvendu Adhikari)।






