নেতাজি অন্তর্ধান রহস্যের তদন্তের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে
Supreme Court rejects plea seeking probe into Netaji's disappearance

Truth Of Bengal: নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য নিয়ে নতুন তদন্তের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে মামলাকারীকে তীব্র ভর্ৎসনা করল বিচারপতিরা। আদালত সাফ জানিয়ে দিল, “সব সমস্যার সমাধান আদালতে সম্ভব নয়। আমরা সব বিষয়ের বিশেষজ্ঞ নই। সরকার চালানো আদালতের কাজ নয়।”
পানি মোহন্ত নামে এক ব্যক্তি শীর্ষ আদালতে আবেদন করেন। তাঁর দাবি ছিল, ১৯৪৫ সালের বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি এবং এই রহস্য এখনও অস্পষ্ট। তাই বিষয়টি নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হোক। এছাড়া তিনি দাবি করেন, আজাদ হিন্দ ফৌজের কারণেই ভারত স্বাধীনতা অর্জন করেছে। তাই সরকারকে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করতে বলা হোক।
সোমবার মামলাটি বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া এবং বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চে ওঠে। শুনানি শেষে আদালত এই আবেদন খারিজ করে। বিচারপতি সূর্যকান্ত মামলাকারীকে বলেন, “আপনার উচিত এই বিষয়ে সঠিক জায়গায় যাওয়া। সুপ্রিম কোর্ট সব সমস্যার সমাধানের জায়গা নয়। আপনি নিজে রাজনৈতিক নেতা। নিজের দলকে বলুন এই বিষয়ে সরব হতে।”
তিনি আরও বলেন, “নেতাজির মৃত্যুর তদন্ত নিয়ে আমরা নিশ্চিত নই, কোন তদন্ত কমিটি ঠিক ছিল। আমরা সব বিষয়ের বিশেষজ্ঞ নই। এবং সরকার পরিচালনা করা আদালতের কাজ নয়। আদালত সব সমস্যার সমাধান দিতে পারে না।”
নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্ক চলেছে। তবে সুপ্রিম কোর্টের এই রায় পরিষ্কার করে দিল, নেতাজি সম্পর্কিত রহস্য উন্মোচনে আদালত নতুন কোনও তদন্তের নির্দেশ দেবে না।