মিলল না স্বস্তি, জেলেই থাকতে হবে সুবীরেশকে
Supreme Court grants bail to former SSC chairman Subiresh Bhattacharya

Truth Of Bengal: আপাতত স্বস্তি পাচ্ছেন না সুবীরেশ ভট্টাচার্য। সূত্রের খবর, এখন তাঁকে জেলেই থাকতে হবে কারণ শীর্ষ আদালতে জামিন সংক্রান্ত শুনানি হয়নি। শুক্রবার সুপ্রিম কোর্টে উঠেছিল সুবীরেশ ভট্টাচার্যের জামিনের মামলা। বিচারপতি পঙ্কজ মিথল এবং বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চে চলছে সেই আর্জির শুনানি। কিন্তু সেইসময় বিচারপ্তি ভাট্টি জানিয়ে দেন, ‘আজ এই মামলার কোন রায়দান করা হবে না । আগামী তিন সপ্তাহ পরে ওই মামলার শুনানি হবে।’
২০২২ সালে সেপ্টেম্বর মাসে সিবিআইয়ের হাতে নিয়োগ দুর্নীতি মামলায়। সে সময় তিনি ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সেইসময় তদন্তকারী আধিকারিক জানায়, যেসময় শিক্ষক নিয়োগ হয়েছিল । তখন সুবীরেশ ছিলেন এসএসসির চেয়ারম্যান। তাঁর বিরুদ্ধে প্রাপ্ত নম্বর নিয়ে কারচুপির অভিযোগ ওঠে।
বলা বাহুল্য, জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে কোনও সুরাহা না হওয়ায় সুপ্রিম কোর্টে জামিনের জন্য আবেদন করেন সুবীরেশ ভট্টাচার্য। সেইসময় আইনজীবীর যুক্তি,’ একই মামলায় অন্য অভিযুক্ত জামিন পেয়েন তাহলে কেন তাঁর মক্কেল জামিন পাবেন না?’ সুবীরেশের আইনজীবীর এই প্রশ্নের সিবিআইয়ের কাছে রিপোর্ট চেয়েছিল সুপ্রিম কোর্ট। শুক্রবার তার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই শুনানি পিছিয়ে যায়।