কলকাতা

যোগেশচন্দ্র ল’কলেজে মালা রায়ের গাড়ির সামনে পড়ুয়াদের বিক্ষোভ, ভাইরাল ভিডিয়ো

Students protest in front of Mala Roy's car at Yogesh Chandra Law College, viral video

Truth Of Bengal: ফের সংবাদ শিরনামে যোগেশচন্দ্র ল কলেজ। বুধবার পরিচালন সমিতির বৈঠক ঘিরে কলেজে নতুন করে অশান্তি বাধে। পরিস্থিতি তীব্র আকার নেয়। এদিন বৈঠকে যোগ দিতে উপস্থিত হয়েছিলেন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায়। কলেজের পড়ুয়ারা সাংসদকে ঘিরে বিক্ষোভ দেখান।

বৈঠক চলাকালীন তাঁর গাড়ির সামনে বসে পড়ে বিক্ষোভ দেখায় পড়ুয়াদের একাংশ। এর জেরে তীব্র উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের অভিযোগ, কলেজের মধ্যে বহিরাগতরা অবাধ যাতায়াত করছে। বহিরাগতদের রুখতে কোন কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এরকম বেশ কয়েকজন বহিরাগতকে পড়ুয়ারাই চিহ্নিত করেছে। অবিলম্বে কলেজ কর্তৃপক্ষ বহিরাগত রুখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক।

তবে যেভাবে সাংসদকে ঘিরে বিক্ষোভ সংগঠিত হয় তা কাম্য নয় বলে মনে করছে কলেজ কর্তৃপক্ষ। আলোচনার দরজা সবসময় খোলা রয়েছে। উল্লেখ্য, এ দিন কলেজের গভর্নিং বডির বৈঠক অনুষ্ঠিত হয়। পড়ুয়াদের অভিযোগ, এই বৈঠকেও বহিরাগত বেশ কয়েকজন অংশ নেয়। সে কথা জানাতেই সাংসদের গাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয় বলে দাবি পড়ুয়াদের।

Related Articles