কলকাতা

এবার মন্ত্রিসভার মন্ত্রীদের উপর চলবে কড়া নজরদারি, নির্দেশ মুখ্যমন্ত্রীর

Strict surveillance will be carried out on the cabinet ministers this time, the chief minister ordered

Truth Of Bengal: আগামী বছর থেকে রাজ্যের মন্ত্রীদের জন্য নতুন নিয়ম চালু করছে নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে জানিয়েছেন, কোন অনুষ্ঠানে মন্ত্রীরা যোগ দেবেন, তা আগে থেকেই মুখ্যমন্ত্রীর দফতরকে জানাতে হবে। মন্ত্রিসভার সদস্যদের সমস্ত কর্মকাণ্ডে নজরদারি নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৫ সালের শুরু থেকেই এই নির্দেশ কঠোরভাবে কার্যকর হবে।

নবান্ন সূত্রে খবর, সম্প্রতি এক মন্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়। ওই অনুষ্ঠানে এক ব্যক্তির সংবর্ধনা দেওয়া হয়, যার বিরুদ্ধে একাধিক আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। এই ঘটনাটি মুখ্যমন্ত্রীর নজরে আসতেই তিনি মন্ত্রিসভার বৈঠকে সতর্কবার্তা দেন।

মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, মন্ত্রীদের যাবতীয় কার্যক্রম তাঁর দফতরের অনুমোদন সাপেক্ষে হতে হবে। এতে দলের ভাবমূর্তি রক্ষা হবে এবং অযথা বিতর্ক এড়ানো যাবে।

২০২৬ সালে বিধানসভা নির্বাচন। তার আগে দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই এমন কড়া পদক্ষেপ নিচ্ছেন মমতা। তৃণমূলের সাম্প্রতিক জাতীয় কর্মসমিতির বৈঠকেও তিনি জানিয়েছেন, দলবিরোধী কাজ করলে যে কোনও স্তরের নেতাদের শো কজ করা হবে এবং প্রয়োজনে বহিষ্কারও করা হতে পারে।

বিগত কয়েক বছরে মদন মিত্র, পার্থ চট্টোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিকের মতো নেতাদের সঙ্গে বিতর্কিত ব্যক্তিদের ছবি প্রকাশ্যে আসার কারণে শাসকদলকে অস্বস্তিতে পড়তে হয়েছে। বর্তমানে তাঁরা আর মন্ত্রিসভায় নেই। তাই বর্তমান মন্ত্রীদের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে এবং ভবিষ্যতে এমন ‘অস্বস্তিকর পরিস্থিতি’ এড়াতে মুখ্যমন্ত্রী এই কঠোর নির্দেশ জারি করেছেন।

Related Articles