lok sabha election 2024: অনিয়ম রুখতে কড়া কমিশন, বাজেয়াপ্ত টাকা ও অবৈধ সামগ্রীর মোট অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে!
lok sabha election 2024: Strict commission to prevent irregularities

The Truth of Bengal: দ্বিতীয় দফায় নির্বাচন তিনটি লোকসভা কেন্দ্রে। রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং কেন্দ্রে ভোট গ্রহণ হবে আগামী ২৬ এপ্রিল। এই তিনটি লোকসভা কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব চলছে। তিনটি কেন্দ্রের মধ্যে সোমবার পর্যন্ত সবচেয়ে বেশি মনোনয়ন জমা পড়েছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে। মোট পাঁচটি মনোনয়ন জমা পড়েছে।
বালুরঘাট ও রায়গঞ্জ কেন্দ্রে একটি করে মনোনয়ন জমা পড়েছে। সিভিজিল অ্যাপে ১ এপ্রিল পর্যন্ত অভিযোগ জমা পড়েছে ২ হাজার ৫৪৬ টি। অধিকাংশ ক্ষেত্রেই ব্যবস্থা নিয়েছে কমিশন। সোমবার জানালেন অ্যাডিশনাল সিইও অরিন্দম নিয়োগী। তিনি জানান, ভোট ঘোষণার পর থেকে এখনো পর্যন্ত রাজ্যে মোট অভিযোগ জমা পড়েছে ৫ লক্ষ ৭৬ হাজার ৮৬০ টি। এরমধ্যে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে কোচবিহার লোকসভা কেন্দ্রে।
এই কেন্দ্রে মোট অভিযোগের সংখ্যা ৩৭ হাজার ২৭৮ টি। এখনো পর্যন্ত ৮ কোটি ২২ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাডিশনাল সিইও। নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কমিশনের পক্ষ থেকে। অনিয়ম দেখলেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উদ্ধার করা হচ্ছে অবৈধ সামগ্রী। বাজেয়াপ্ত হওয়া নগদ অর্থ সহ অবৈধ সামগ্রীর মোট মূল্য ১৬০ কোটি টাকার বেশি। একাধিক নাকা পয়েন্টে তল্লাশি চলছে।