কলকাতা

প্রয়াগরাজগামী ট্রেনে ছোড়া হল পাথর, সর্বস্ব খোয়ালেন দমদমের নাট্যদল

Stones pelted on Prayagraj-bound train, Dum Dum theatre group loses everything

Truth Of Bengal: সামনেই মাঘি পূর্ণিমা। কুম্ভ স্নানের জন্য পূণ্যার্থীদের ভিড়ে এখন প্রয়াগরাজগামী ট্রেনগুলিতে পা রাখাও দুষ্কর। এরই মধ্যে পূণ্যার্থীরা বিহারের সমস্তিপুরে ১২৫৬১ স্বাধীন সেনানি এক্সপ্রেসে পাথর ছুঁড়লেন। ভিড় এতটাই বেশি ছিল যে, ভক্তরা এসি কোচের কাচ ভেঙে ভেতরে প্রবেশ করেন। প্রথমে পাথর ছোড়া হয় মধুবনী এবং দারভাঙার মধ্যে। প্রয়াগরাজগামী যাত্রীরা ট্রেনে উঠতে না পারায় ক্ষুব্ধ হয়ে ওঠেন ও ট্রেনের এম১ থেকে বি৫ বগিতে আক্রমণ করে এবং জানালা ভেঙে দেয়। মোট অর্থাৎ, ৬টি কামরার জানালা ভেঙে ফেলা হয়।

এই ঘটনার পর এসি কোচে বসে থাকা যাত্রীরা ভীত হয়ে পড়েন। ট্রেনে ভাঙচুরের ফলে অনেক যাত্রী আহতও হয়েছেন। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্তিপুর রেলওয়ে হাসপাতালের মেডিক্যাল টিম ঘটনাস্থলে পৌঁছয়, কিন্তু প্রচণ্ড ভিড়ের কারণে তাদের ফিরে যেতে হয়। ভিড়ের সামনে রেল পুলিশও অসহায় হয়ে পড়ে।

মহাকুম্ভে স্নান করতে আসা ভক্তদের ভিড়ে এখন প্রয়াগরাজগামী ট্রেনগুলিতে জনসমুদ্র। গত তিন দিনে লক্ষ লক্ষ যানবাহন শুধুমাত্র প্রয়াগরাজ শহরে পৌঁছেছে এবং প্রতি ঘণ্টায় প্রায় ৮ হাজার যানবাহন সঙ্গম শহরে পৌঁছচ্ছে। সমস্তিপুর স্টেশনে ভক্তদের এসি কামরার জানালা দিয়ে উঠতে দেখা গিয়েছে।

পার্সেল ভ্যানটিও সাধারণ যাত্রীদের নিয়ে পরিপূর্ণ ছিল। এই ঘটনার কারণে ট্রেনটি প্রায় এক ঘণ্টা বিলম্বিত হয়। এই সময় স্টেশনে সম্পূর্ণ বিশৃঙ্খলা দেখা দেয়। যেসব যাত্রী ট্রেনে ভ্রমণ করতে পারেননি তাঁরা টিকিটের টাকা ফেরত চাওয়াতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এদিকে জানা গিয়েছে, ওই ট্রেনে ছিল দমদমের একটি নাট্য দল। ভিড় ও জটিল পরিস্থিতির মধ্যে ল্যাপটপ-সহ তাদের প্রচুর জিনিস খোয়া গিয়েছে।

Related Articles