কলকাতা

চাকরিহারা গ্রুপ সি-গ্রুপ ডি কর্মীদের আপাতত ভাতা দেবে রাজ্য সরকার 

State government will provide temporary allowance to unemployed Group C-Group D workers

Truth Of Bengal: রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই চলছে। যেহেতু শীর্য আদালত পুরোপুরি ২৬হাজার শিক্ষকও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছে,তাই সেখানে কে টেনটেড, কে আনটেনটেড তা স্পষ্ট নয়। সু্প্রিম গাইডলাইন মেনেই রাজ্য সরকার চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের পাশে থাকছে। আইনি লড়াই চালিয়ে যাচ্ছে বাংলার পড়াশোনার স্বার্থে।

শনিবার নবান্নে হাজির গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের একথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিবের সঙ্গে আলোচনায় বসেন তাঁরা। সেই বৈঠকে মোবাইলে বার্তা দেন প্রশাসনিক প্রধান। একইসঙ্গে তিনি জানিয়েছেন,কে টেনটেড,কে আনটেনটেড এখনই আমরা বলতে যাবো না, সেভাবে কোনও প্রমাণ মেলেনি।

মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন শিক্ষকদের মতোই অশিক্ষক কর্মীদেরও প্রতি মানবিকতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। শনিবার মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন,যতদিন না মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন, চাকরিহারা শিক্ষা কর্মীদের এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত বহাল থাকবে।

Related Articles