কলকাতা

পথ দুর্ঘটনায় কড়া রাজ্য সরকার, এবার ডেথ অডিট বাধ্যতামূলক করল স্বাস্থ্যভবন

State government strict on road accidents, now Swasthya Bhavan makes death audit mandatory

Truth Of Bengal: খাতায়-কলমে নিয়ম থাকলেও এতদিন প্রায় কোনও হাসপাতালই পথ দুর্ঘটনার ক্ষেত্রে ডেথ অডিটের প্রক্রিয়াকে সঠিকভাবে গুরুত্ব দিত না। এই অবস্থার বদল আনতে স্বাস্থ্যভবন এবার কঠোর পদক্ষেপ গ্রহণ করল। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে তারা জানিয়েছে, প্রতিটি পথ দুর্ঘটনার ক্ষেত্রে ডেথ অডিট বাধ্যতামূলক।

পথ দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি হওয়া, চিকিৎসা এবং মৃত্যু হলে তার কারণ কিংবা রোগীর সুস্থ হওয়ার ক্ষেত্রে নেওয়া চিকিৎসার ধরন এবং সময়কাল—সব তথ্যই একটি নির্দিষ্ট পোর্টালে নথিভুক্ত করতে হবে। প্রতি সপ্তাহের সোমবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে সংশ্লিষ্ট হাসপাতালগুলিকে তাদের রিপোর্ট জমা দিতে হবে।

স্বাস্থ্যভবন সূত্রে খবর, সম্প্রতি বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে স্বাস্থ্যদপ্তরের প্রধান সচিবের নেতৃত্বে জেলা স্বাস্থ্য কর্তারা এবং হাসপাতালের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডেথ অডিটের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যেমন—

দুর্ঘটনাস্থল থেকে হাসপাতালে পৌঁছতে সময় লাগছে কতটা?

দুর্ঘটনাগুলির ধরন এবং সেই অনুযায়ী বেশি ক্ষতিগ্রস্ত অংশ কোনটি?

সংশ্লিষ্ট হাসপাতালে সেই আঘাতের জন্য প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক এবং পরিকাঠামো আছে কি না?

এছাড়াও, ডেথ অডিটের মাধ্যমে বোঝা যাবে দুর্ঘটনাস্থলের কাছাকাছি ট্রমা কেয়ার সেন্টার গড়ে তোলা প্রয়োজন কি না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, জেলা থেকে প্রাপ্ত ডেথ অডিট রিপোর্ট পুর ও নগরোন্নয়ন দপ্তরের কাছে পাঠানো হবে। এর ফলে হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সহজ হবে।

স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগ পথ দুর্ঘটনার চিকিৎসা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে এবং দুর্ঘটনার সংখ্যা কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে আশা করা হচ্ছে।

Related Articles