কলকাতা

সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাই কোর্টে রাজ্য, মামলা দায়েরের অনুমতি দিল ডিভিশন বেঞ্চ

State government moves High Court demanding death penalty for Sanjay in RG kar case

Truth Of Bengal: আর জি কর মামলায় শিয়ালদহ আদালতের রায়-কে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্য সরকারের পক্ষ থেকে হাই কোর্টে এই চ্যালেঞ্জ মামলা করা হয়। এই মামলা গৃহিত হয়েছে। সোমবার শিয়ালদহ আদালত আর জি করের তরুনী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়-কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয়। এই ঘটনাকে বিরলতম ঘটনা হিসাবে দেখেনি আদালত। এখানেই প্রশ্ন তোলে রাজ্য। কেন বিরলতম ঘটনা নয় সেই প্রশ্ন তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার সকালে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত কলকাতা হাই কোর্টে আবেদন জানান, যাতে সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির আদেশ দেওয়া হয়। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করেছে।

গত বছরের ৯ অগস্টের ওই ঘটনায় মর্মাহত মুখ্যমন্ত্রী শুরু থেকেই দোষীর চরম শাস্তির দাবিতে সরব ছিলেন। ঘটনার পর রাজপথে নেমে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। শিয়ালদহ আদালতের রায়ের পর তিনি বলেন, “ফাঁসির সাজা হলে অন্তত কিছুটা মনকে শান্তি দিতে পারতাম। যা হয়েছে, তাতে আমি সন্তুষ্ট নই।”

রাজ্য সরকার জানিয়েছে, তারা আইনি লড়াই চালিয়ে যাবে যাতে নৃশংস এই অপরাধে দোষী তার প্রাপ্য সর্বোচ্চ শাস্তি পায়। আদালতের পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য।

Related Articles