কলকাতা

নতুন বছরে স্টার থিয়েটারের নতুন নাম ‘বিনোদিনী মঞ্চ’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Star Theater's new name in the new year is 'Binodini Mancha', announced the Chief Minister

Truth Of Bengal: নতুন বছরে ঐতিহ্যবাহী স্টার থিয়েটার পেল নতুন নাম। সন্দেশখালির এক জনসভা থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই থিয়েটারের নতুন নাম ঘোষণা করলেন—‘বিনোদিনী মঞ্চ’।

১৮৮৩ সালে প্রতিষ্ঠিত স্টার থিয়েটারের ইতিহাস গভীর ও সমৃদ্ধ। এই নাট্যমঞ্চের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছেন বিনোদিনী দাসী, বাংলা নাট্যজগতের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর অভিনয় প্রতিভার মুগ্ধ দর্শকের তালিকায় ছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংস, যিনি তাঁর নাটক দেখে আবেগে আপ্লুত হয়েছিলেন। এছাড়াও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা এই মঞ্চে পা রেখেছেন।

নাট্যমঞ্চের নামকরণ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এই নামকরণ বিনোদিনী দাসীর প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। তিনি পুরুষতান্ত্রিক সমাজের রুদ্ধদ্বার ভেঙে নাট্যজগতের পথিকৃৎ হয়ে উঠেছিলেন।”

অতীতে স্টার থিয়েটার একটি বিধ্বংসী অগ্নিকাণ্ডের শিকার হলেও, কলকাতা পুরসভার উদ্যোগে এটি পুনরায় চালু হয়। আজও এই মঞ্চে নাটক এবং সিনেমা প্রদর্শনের মধ্যে দিয়ে সংরক্ষিত রয়েছে এর ঐতিহ্য।

২০২৫ সালে মুক্তি পেতে চলেছে বিনোদিনী দাসীর জীবনকাহিনীর ওপর ভিত্তি করে নির্মিত সিনেমা ‘বিনোদিনী: নটীর উপাখ্যান’। তার প্রাক্কালে স্টার থিয়েটারের নতুন নামকরণ যেন তাঁর জীবনের সংগ্রামের প্রতি এক যথাযোগ্য সম্মান। নতুন বছরের সূচনায় এই ঘোষণা বাংলা নাট্য ও সংস্কৃতি জগতে এক নতুন অধ্যায়ের সূচনা করল।

Related Articles