ইডেনে নাইট ম্যাচের জন্য রাতে চলবে বিশেষ মেট্রো
Special metro will run at night for night matches at Eden

Truth Of Bengal: ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। আগামী ২৬ এপ্রিল অর্থাৎ শনিবার রয়েছে আইপিএলের ম্যাচ। কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংসের মুখোমুখি ম্যাচ দেখে বাড়ি ফেরার জন্য ওইদিন মধ্যরাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করছে কলকাতা মেট্রো। তবে এই মেট্রোর জন্য যাত্রীদের থেকে নেওয়া হবে অতিরিক্ত টাকা। কলকাতা মেট্রোর তরফে জানান হয়েছে, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি এবং কেকেআর-এর পক্ষ থেকে মেসার্স গেমপ্ল্যান্স স্পোর্টস প্রাইভেট লিমিটেডের আবেদনে সাড়া দিয়ে বিশেষ মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার আইপিএল ম্যাচের দিন গ্রিন এবং ব্লু এই দুই লাইনে চলবে মেট্রো। ম্যাচের দিন রাত ১২ টা নাগাদ ব্লু লাইনের এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের আপ লাইন থেকে ছাড়বে মেট্রো। আর ওই মেট্রোটি দক্ষিণেশ্বরে পৌঁছাবে রাত ১২টা ৩৩ মিনিটে। অন্যদিকে ব্লু লাইনের এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের ডাউন লাইন থেকে রাত ১২ টা নাগাদ ছাড়বে মেট্রো। যা কবি সুভাষে পৌঁছাবে ১২ টা ৩৩ মিনিটে।
ঠিক একইভাবে ম্যাচের দিন গ্রিন লাইনে রাত ১২ টা নাগাদ এসপ্ল্যানেড থেকে ছাড়বে হাওড়া ময়দান মেট্রো। তবে এই বিশেষ মেট্রোর জন্য যাত্রীদের গুনতে হবে অতিরিক্ত দশ টাকা। মেট্রো যাত্রীদের সকলে স্মার্ট কার্ড ব্যবহার করেন এমনটাও নয়। তাঁদের কথা চিন্তা করে ওইদিন এসপ্ল্যানেড মেট্রো স্টেশন এবং নিউ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের কাউন্টারগুলি খোলা রাখারও সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।