কলকাতাস্বাস্থ্য

ডায়াবেটিস দিবসে সচেতনতা বৃদ্ধি করতে বিশেষ উদ্যোগ ওয়াকথনের

World Diabetes Day

The Truth of Bengal: ডায়াবেটিস সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর ১৪ই নভেম্বর পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস বা মধুমেহ দিবস। হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটির উদ্যোগে এই দিনটি পালন করা হয় ওয়াকথনের মাধ্যমে। হাওড়ার আন্দুল রোডে একটি বেসরকারী হাসপাতালের সামনে থেকে এই ওয়াকাথনে পা মেলান হাওড়া আদালতের মুখ্য সরকারি আইনজীবী সোমনাথ বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট তবলাবাদক মল্লার ঘোষ, এভারেস্ট জয়ী মলয় মুখোপাধ্যায়, দেবাশীষ বিশ্বাস, হাওড়া সিটি পুলিশের এসিপি মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক সঞ্জয় শা, চিকিৎসক বিষ্ময় কুমার ও রোটারি ক্লাব অফ অরুনোদয় এবং বিশেষ ভাবে সক্ষম ছেলে মেয়েদের সংগঠন শিশুরা।

ডায়াবেটিস স্টাডি সোসাইটির সেক্রেটারি সোশ্যাল এফেয়ার জয়তী ভট্টাচার্য বলেন, নিয়মিত শরির চর্চার পাশাপাশি চিকিৎসকদের মাধ্যমে ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা আরও দ্রুত ছড়িয়ে দিতে হবে। চিকিৎসক মৃদুল বেরা জানান, ভারতে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা সারা বিশ্বের মধ্যে সবথেকে বেশি। আমরা যত আধুনিক হচ্ছি ততই যন্ত্র-নির্ভর হচ্ছি। ততই শারীরিক নড়াচড়া কমে যাচ্ছে। খাবারের মধ্যে যে ক্যালোরি প্রতিদিন গ্রহণ করি সেই ক্যালোরির পর্যাপ্ত ব্যাবহার হচ্ছে না। তার ফলেই ডায়াবেটিস বাড়ছে।

বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসক গুরুপ্রসাদ ভট্টাচার্য বলেন, বর্তমানে দেশে যেখানে প্রায় ১০ শতাংশ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত সেখানে আরও ১৪ শতাংশ মানুষের ডায়াবেটিস হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তাই খাদ্যাভাস নিয়ন্ত্রণের পাশাপাশি ফিজিক্যাল কর্মকাণ্ড বাড়াতে হবে। নিয়মিত হাটা, যোগাসন করতে হবে ও জাঙ্ক ফুড বর্জন করতে হবে। ১৪ নভেম্বর বিশিষ্ট বিজ্ঞানী ফ্রেডরিক বেনটিং জন্ম নিয়েছিলেন এবং তিনি বিজ্ঞানী চার্লস বেস্টের সঙ্গে একত্রে ইনসুলিন আবিষ্কার করেন। যেটি ডায়াবেটিস প্রতিরোধে প্রধান ভুমিকা পালন করে। তাই ডায়াবেটিস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সাল-এ ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। তারপর থেকে সারা বিশ্ব জুড়ে এই দিনটি পালন করা হয় প্রতিবছর।

Free Access

Related Articles