কলকাতা
Trending

কলকাতায় চালু হল মহাকাশ জাদুঘর! শহরে নতুন স্পেস মিউজিয়াম…

Space Museum Opened In Kolkata

The Truth Of Bengal: ইসরোর চন্দ্র অভিযানের পর মহাকাশের প্রতি আকর্ষণ কয়েকগুণ বেড়ে গেছে সাধারণ মানুষের। তাই মহাকাশের প্রতি টান বুঝেই এবার  কলকাতায় চালু করা হয়েছে মহাকাশ জাদুঘর। রবিবার থেকে বাইপাসের ধারের  সেই জাদুঘরের দরজা খুলে গেল। পড়ুয়া থেকে বিজ্ঞান সচেতন মানুষ,সবাই এই মহাকাশ জাদুঘরে ভিড় জমাচ্ছেন।শীতের মরসুমে মানুষের সমাগম বাড়বে বলেই আশা অনেকের।

রাইট ব্রাদার্সের তৈরি উড়োজাহাজের রেপ্লিকা। বায়ুমণ্ডল ভেদ করে  পৃথিবীর মাটিতে এসে পড়া উল্কাপিণ্ডের অংশবিশেষ। অ‌্যাপোলো ২১ স্পেসক্র‌্যাফট ক‌্যাপসুলের মডেল। অসংখ্য  কিংবদন্তী মহাকাশচারীর ‘অটোগ্রাফ’ সম্বলিত ছবি।এরকম   ১২০০টি নানান ধরনের ‘মহাজাগতিক’ সামগ্রী   প্রদর্শিত হচ্ছে একের পর এক সুসজ্জিত ঘরে।ভিনরাজ্যে নয়, খোদ কলকাতায় চালু হয়েছে এই মহাকাশ জাদুঘর।রবিবার থেকে  সেই মহাকাশ জাদুঘরের দরজা খুলে গেল।

মহাকাশ বিজ্ঞানের একাধিক মূল্যবান জিনিস দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই মিউজিয়াম। ২৭ অক্টোবর এই মিউজিয়ামের উদ্বোধন করেছিলেন দেশের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা।

রবিবার থেকে সেটি চালু করে দেওয়া হল। দেশের প্রথম এবং একমাত্র মহাকাশ বিজ্ঞান জাদুঘর তৈরি হল  তিলোত্তমায়।এই রাজ্যের বিজ্ঞানপ্রেমী মানুষের কাছে প্রাথমিক ধারণা তুলে ধরতে এই নজরকাড়া মহাকাশ জাদুঘরের ব্যবস্থা করা হয়েছে।বিভিন্ন মহাকাশচারীদের অটোগ্রাফ, প্রথম কোনও মহাকাশচারী চাঁদে পৌঁছে কী দেখেছিল?‌ কেমন করে হেঁটে ছিল?‌ এবং সেখান থেকে সংগ্রহ করা নানা জিনিস রাখা হয়েছে এই সংগ্রহ শালায়। এছাড়াও বিশেষ আকর্ষণ রয়েছে মঙ্গলের এবং চাঁদ থেকে সংগ্রহ করা মাটি।আপাতত, মিউজিয়ামে প্রবেশ করতে গেলে টিকিট মূল্য লাগছে ১০০টাকা।  তবে একসঙ্গে ২৫টির বেশি টিকিট কাটলে বিশেষ ছাড় পাওয়া যাবে।

বিশেষ করে পড়ুয়াদের জন্য বাড়তি সুযোগ থাকছে সেই স্পেস মিউজিয়াম  পরিদর্শনের ক্ষেত্রে। অনলাইন এবং অফলাইন দুই ভাবেই টিকিট কাটার ব্যবস্থা রাখা হয়েছে। আপাতত শনিবার এবং রবিবার এই দুটি দিন সকাল নয়টা থেকে সন্ধ্যায় ছয়টা পর্যন্ত মিউজিয়াম খোলা থাকবে। শীতের আমেজ গায়ে মেখে এতদিন যাঁরা ভিক্টোরিয়া মেমোরিয়াল বা জাদুঘরে ভিড় জমাতেন তাঁদের অনেকেই এখন বাইপাস সংলগ্ন এই মহাকাশ জাদুঘরে যাচ্ছেন।

Free Access

Related Articles