দক্ষিণ কলকাতার মুদিয়ালি এবারের থিম “ত্রিমাত্রিক”
South Kolkata's Mudiyali's theme this year is "Three Dimensional"

Truth of Bengal: দুর্গাপুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। কলকাতা শহরের নজরকাড়া-তাক লাগানো পুজো মণ্ডপ তৈরির কাজ প্রায় শেষের মুখে। ৯০ বছরে পদার্পণ করা মুদিয়ালির দুর্গাপুজো নিঃসন্দেহে নজর কারবে দর্শনার্থীদের আশাবাদী পূজা উদ্যোক্তারা। কারণ এবারে থিম তাদের ত্রিশক্তি।
তবে শুধুমাত্র আধুনিকতার ছোঁয়া মন্ডপ জুড়ে থাকলেও সনাতন পদ্ধতিতে পুজোতে তারা বেশি আগ্রহী। দক্ষিণ কলকাতার পুজোগুলির মধ্যে অন্যতম মুদিয়ালি ক্লাবের পুজো ৷ প্রতিবছরই বহু মানুষ ভিড় জমান এই পুজোয় ৷এবার 90 বছরে পদার্পণ করল দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাবের পুজো।
সাধারণত বড় পুজোগুলি দুর্গোৎসব শেষ হওয়ার পরেই পরের বছরের জন্য থিম থেকে শুরু করে অন্যান্য পরিকল্পনা শুরু করে দেয়। সেই মতো গত বছরই ঠিক হয়ে গিয়েছিল এ বছরের পুজোর থিম হবে ত্রি-মাত্রিক। যার থিম ভাবনা ও রূপায়ণ করেছেন বিমান সাহা। প্যান্ডেলের আলোকসজ্জা করেছেন দীনেশ পোদ্দার। প্রতিমা শিল্পী অসিত পাল এবং প্রতিমার সাজসজ্জায় গণেশ কয়াল।
থিম ভাবনা নিয়ে ক্লাবের কালচারাল কমিটির সদস্যরা জানান যে, ত্রি-মাত্রিকে থাকছে ব্রহ্মাণ্ডের তিন মাতৃক বর্ণনা । হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবত্বের রূপ ত্রিমাত্রিক। ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর। তবে প্রতিমা হচ্ছে সাবেকি। ক্লাব কর্তৃপক্ষের তরফে জানা যায়,মহিলা বয়স্ক এবং ছোটদের সুরক্ষা নিশ্চিত করতে মণ্ডপে থাকছে বিশেষ ব্যবস্থা। আগে শুধু মণ্ডপের ভিতরেই সিসিটিভি রাখা হত ৷ তবে এই প্যান্ডেলের যেই তিনটি প্রবেশ পথ রয়েছে সেখানেও সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে ।