কলকাতা

‘কথাবলি’ পাঠ করে ‘মাইলস্টোন’ ছোঁয়ার লক্ষ্যে শিল্পীর ভাবনা

Durga Pujo 2023

The Truth of Bengal,Mou Basu: রাত পোহালেই মহালয়া। পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা। এরমধ্যে আপামর বঙ্গবাসীর হৃদমাঝারে বাজতে শুরু করে দিয়েছে ঢাকের ঢ্যাংকুড়াকুড় বাদ্যি। নুন ছাড়া যেমন সুস্বাদু রান্নার পদও আলুনি লাগে তেমনই পুজোর অবিচ্ছেদ্য অঙ্গ হলেন থিমমেকাররা। দুর্গাপুজোর মতো রাজসূয় যজ্ঞ সামলানোর হ্যাপা অনেকটাই সামলাতে হয় তাঁদের। প্রতিবছরই নজরকাড়া থিমের মাধ্যমে নানান সামাজিক বার্তা তুলে ধরে সবাইকে চমকে দেন শিল্পী বিমল সামন্ত। এবছরও তিনি ২টো পুজোর সামগ্রিক ভাবনা, পরিকল্পনা ও নির্মাণের দায়িত্ব সামলাচ্ছেন। দক্ষিণ কলকাতার বিখ্যাত পুজো বালিগঞ্জ কালচারালের থিম হল “কথাবলী, কথা ও কবিতার অন্য রকম পাঁচালি”। অল্প কয়েক কথা ও কবিতার ব্যঞ্জনার মাধ্যমে আমরা নিজেদের মনের ভাব প্রকাশ করি। আবার সঙ্গীতের মূর্চ্ছনায় কথা বসে তৈরি হয় গান। গান ও কবিতার কোলাজই এবার দেখা যাবে বালিগঞ্জ কালচারালের মণ্ডপে। পুরনো ও নতুন কালজয়ী কিছু গানের কলি ও চর্যাপদ থেকে শুরু করে আধুনিক কবিতার বেশ কিছু লেখার উপস্থাপনায় সেজে উঠবে পূজা মণ্ডপ।

সম্পূর্ণ মেটালের ইনস্টলেশন ও অপূর্ব সুন্দর মাতৃপ্রতিমার সমন্বয়ে গড়ে উঠছে উৎসব প্রাঙ্গণ। অন্যদিকে, বড়িশা সর্বজনীনের পুজোর থিম এবছর ‘মাইলস্টোন ‘। সমস্ত গন্তব্যের অন্তরালে থেকে যায় তার দীর্ঘ যাত্রাপথ। পথের পাশে যাত্রার স্মারক হিসেবে থাকে মাইলফলক। বড়িশা সর্বজনীন এবছর ৭৫ বছরে পদার্পণ করল। যা পুজোর ইতিহাসে এক মাইলস্টোন। তাই পাথরের স্মারকলিপিই হয়ে উঠেছে এবছরে উৎসবের অঙ্গ।বড়িশা সর্বজনীনের পুজো প্রসঙ্গে শিল্পী বিমল সামন্ত জানান, পাথরের মাইলফলক যেমন একদিকে আমাদের গন্তব্যকে চিনতে শেখায়, তেমনি তা ধারণ করে থাকে এমন অনেক এগিয়ে চলার গল্প। পার্বত্য প্রদেশ থেকে সমতলে আসার পথে সমস্ত পাথরকেও সেই বিচিত্র যাত্রাপথ পেরিয়ে হাজির হতে হয় জীবনের দরবারে। তার মূল আকারের ওপর চলে প্রকৃতির কারুকার্য। যাত্রাপথই স্থির করে দেয় পাথরের নিয়তিকে।

তার মধ্যেই নিহিত থাকে বিচিত্র পথ পেরিয়ে আসার চিহ্ন। আমাদের জীবনও এমন ভাবেই ‘চরৈবেতি’ মন্ত্রে আমাদের এগিয়ে নিয়ে চলে, নির্ধারণ করে আমাদের গন্তব্যের পথ, গড়েপিটে নেয় আমাদের নিয়তিকে। তাই বড়িশা সর্বজনীনের পুজোয় থিম এবছর “মাইলস্টোন”।বালিগঞ্জ কালচারালের পুজোর প্রসঙ্গে বলতে গিয়ে বিমল সামন্ত জানান, “বালিগঞ্জ কালচারালের থিমের নাম হচ্ছে কথাবলী। থিমের ক্যাচলাইন হল কথা ও কবিতার অন্য পাঁচালি। চর্যাপদ থেকে শুরু করে আধুনিক কবিতার লাইন ও পুরনো ও নতুন কিছু কালজয়ী গানের লাইন ক্যালিওগ্রাফি স্টাইলে মণ্ডপের গায়ে সাজানো হচ্ছে। সাবেকি সনাতনী ঠাকুর হবে। তবে এরসঙ্গে আধুনিক সাজসজ্জা থাকবে মণ্ডপে। সাবেকি ও থিমের পুজোর মেলবন্ধন দেখা যাবে বালিগঞ্জ কালচারালের মণ্ডপে।”

Free Access

Related Articles