কলকাতা

মাঝ আকাশে ধূমপান! বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল কলকাতাগামী বিমান

Smoking in mid-air! Kolkata-bound plane escapes major accident

Truth Of Bengal: বুধবার সকালে মুম্বই থেকে কলকাতাগামী ইন্ডিগোর 6E 5122 বিমানে এক নজিরবিহীন ঘটনা ঘটে। বিমানের শৌচাগারে ধূমপান করতে গিয়ে আটক হন শেখ গোলাম মোস্তফা নামে এক যাত্রী। এই ঘটনায় বিমানের যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, মাঝ আকাশে থাকা অবস্থায় অভিযুক্ত যাত্রী শৌচাগারে গিয়ে ধূমপান করেন। বিমানের অন্য এক যাত্রী ধোঁয়ার গন্ধ পেয়ে বিষয়টি কেবিন ক্রুদের জানান। কেবিন ক্রু সঙ্গে সঙ্গেই ওই যাত্রীকে শৌচাগার থেকে বের করে আসনে বসতে বলেন।

এরপর ঘটনাটি পাইলট বিমান কর্তৃপক্ষকে জানান। কলকাতা বিমানবন্দরে অবতরণের পর ওই যাত্রীকে সিআইএসএফ আটক করে। পরে তাঁকে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হয়। বিমানের অন্যান্য যাত্রীরা অভিযোগ করেছেন, এক যাত্রীর দায়িত্বজ্ঞানহীনতার কারণে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। ধূমপান থেকে আগুন ধরে প্রাণহানির আশঙ্কা ছিল। তারা প্রশ্ন তুলেছেন, কীভাবে একজন যাত্রী এতটা অসচেতন হতে পারেন।

অপরদিকে, আটক যাত্রীর ব্যবহারে কোনও অনুশোচনার লক্ষণ দেখা যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে এমন ঘটনা কার্যত নজিরবিহীন এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে বিমান কর্তৃপক্ষ আরও সতর্ক হবে বলে আশা করা হচ্ছে।

Related Articles