কলকাতা
বাড়ি থেকে উদ্ধার হল কঙ্কালের হাড়গোড়, লেকটাউনে চাঞ্চল্য
Skeletal bones recovered from home, shock in Laketown

The Truth Of Bengal : ফের এক বাড়ি থেকে কঙ্কালের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে লেকটাউন থানার অন্তর্গত কালিন্দীর একটি বাড়ি থেকে। ঘটনায় যথেষ্ট আতঙ্কিত এলাকাবাসী।
সুত্রের খবর, সোমবার লেক টাউন থানা এলাকার কালিন্দী একটি বাড়ি থেকে কঙ্কাল উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য বাড়ির সামনে। সোমবার রামনবমী এর জন্য ওই এলাকায় প্যান্ডেল বাঁধা হচ্ছিল। সেই সময় প্যান্ডেলের কাজ করতে থাকা কর্মচারীরা খাটের উপর ঐ কঙ্কাল দেখতে পায়। এরপর খবর দেওয়া হয় লেকটাউন থানায়।
এরপর লেকটাউন থানার পুলিশ ঘটনাস্থলে এসে কঙ্কাল টি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান, করোনা সময় মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের মৃত ব্যক্তির নাম রাজিব বড়াল। ওই বাড়িতে আর কেউ থাকতো না বলে স্থানীয় সূত্রে খবর।