কলকাতা

৩১-এ চলবে অতিরিক্ত মেট্রো! লাস্ট ট্রেন ক’টায়, দেখে নিন

six extra metros to run on 31 december

Truth Of Bengal: আর মাত্র একটা দিনের অপেক্ষা। ২০২৪-কে বিদায় জানিয়ে ২০২৫-কে বরণ করে নিতে তৈরি রাজ্যবাসী। বর্ষশেষের আনন্দে গা ভাসিয়েছে আট থেকে আশি। প্রতিবারই বছরের শেষ দিনটা বন্ধুবান্ধব-পরিবারের সঙ্গে বাইরে কাটান অনেকেই। খাওয়া-দাওয়া, হৈ হুল্লোর আনন্দে জমজমাট থাকে পার্ক স্ট্রিট থেকে শুরু করে কলকাতার বিভিন্ন এলাকা। তবে, বাড়ি ফিরবেন কীভাবে, এই চিন্তা থাকে অনেকের। এবার তাঁদের জন্য সুখবর দিল মেট্রোরেল কর্তৃপক্ষ। বর্ষবরণের রাতে চলবে ছটি অতিরিক্ত মেট্রো। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, আবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত তিনটি করে মোট ৬টি অতিরিক্ত মেট্রো চলবে ওইদিন।

দক্ষিণেশ্বর থেকে প্রথম অতিরিক্ত মেট্রোটি ছাড়বে রাত ৯টা ৪৮ মিনিটে, দ্বিতীয়টি ছাড়বে রাত ১০টা ৩ মিনিটে, আর তৃতীয়টি ছাড়বে রাত ১০টা ১৮ মিনিটে। কবি সুভাষ থেকে স্টেশন থেকে প্রথম বিশেষ মেট্রোটি ছাড়বে ৯টা ৫৫ মিনিটে, দ্বিতীয়টি ১০টা ১০ মিনিটে এবং তৃতীয়টি ছাড়বে ১০টা ২৫ মিনিটে। রাত ১০টা ৪০ মিনিটের ট্রেনটি অন্যান্য দিনের মতো নির্দিষ্ট সময়েই ছাড়বে। তবে, মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ষবরণের রাতে গ্রিন লাইন, গ্রিন লাইন ১, পার্পল এবং অরেঞ্জ লাইনে পরিষেবায় কোনও হেরফের হবে না।

সারা বছরের মতো এই উৎসবের মরশুমেও বহু মানুষ গাড়ি, বাস না নিয়ে বেছে নেন মেট্রোকেই। কম সময় গন্তব্যে পৌঁছনোর এর কোনও বিকল্প নেই। তবে, সম্প্রতি মেট্রোর সময়সূচিতে কিছু বদল আনা হয়েছে। গত সেমবার থেকে সব ট্রেনই যাত্রা শুরু করছে দক্ষিণেশ্বর থেকে। প্রায় সব ট্রেন যাত্রা শেষও করছে দক্ষিণেশ্বরে। এই নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন যাত্রীরা।

Related Articles