কলকাতারাজনীতি
Trending

মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজ প্রসঙ্গে প্রতিবাদ জানালেন সৌগত রায়

Saugata Roy protested about the rejection of Mahua Maitra's MP post

The Truth Of Bengal: দিল্লি থেকে শহরে ফিরলেন সাংসদ সৌগত রায়। ফিরে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায় মহুয়া মৈত্র সাংসদ পদ খারিজ প্রসঙ্গে তীব্র প্রতিবাদ জানান।

তিনি বলেন, আমরা খুব দুঃখিত, আমরা খুব অপমানিত, সংসদের পক্ষে এটা কালো দিন, জোর করে একজন মহিলা সংসদ উঠে আসছিল তাকে বার করে দেওয়া হল। শুধু আদানির স্বার্থ রক্ষা করার জন্য। যে অভিযোগ করল তাকেও প্রশ্ন করার সুযোগ দিল না। মহুয়াকে বলতে দিল না। আমরা তো সবাই, ইন্ডিয়া জোটের সবাই ওয়াক আউট করেছি, এভাবে বহিষ্কারের তীব্র নিন্দা করছি।

মহুয়া মৈত্র পক্ষে নিয়ে অধীর চৌধুরীর বক্তব্যে ইন্ডিয়া জোটকে কতটা শক্তিশালী করবে এই প্রেক্ষিতে বলেন, সেটা এখনই এতটা বলা,  অধীর চৌধুরী বলেছে। এই সিদ্ধান্তে রাজনৈতিকভাবে বিজেপিকে ব্যাকফুটে, সেই প্রসঙ্গে বলেন, হ্যাঁ নিশ্চয়ই, এর মূল্য দিতে হবে। কাউকে চেপে দিয়ে যদি ভাবেন চেপে দেওয়া যাবে তা হবে না। সাধারণ নির্বাচনে এর উল্টো ফল হবে।

Free Access

Related Articles