কলকাতা

সরস্বতী পুজোয় বৃষ্টির আশঙ্কা, বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও

Weather update

The Truth of Bengal: আজ রাজ্যের ১১টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ বাকি জেলাতেও হতে পারে হালকা বৃষ্টি। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম, মালদহ এবং দুই দিনাজপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

বাসিন্দাদের ঝড়বৃষ্টির সময় বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সরস্বতী পুজোর আগেই উধাও শীতের কনকনানি। পুবালি হাওয়ার হাত ধরে বাড়ছে উষ্ণতা। সরস্বতী পুজোয় বৃষ্টির আশঙ্কা।

বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে। জতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ। ঝাড়গ্রামেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবারও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হবে।

Related Articles