ন্যায় সংহিতার ৩ ধারায় দোষী সাব্যস্ত সঞ্জয়, সাজা ঘোষণা সোমবার
Sanjay Roy found guilty under 3 Sections of the Bharatiya Nyay Sanhita, the sentence was announced on Monday

Truth Of Bengal: রাজ্যের সবথেকে তোলপাড় ফেলা ঘটনা আরজিকরের চিকিত্সককে খুনও নির্যাতন।২৪-র কলঙ্কজনক সেই ঘটনায় বিচার পেল নির্যাতিতার পরিবার।১৬২দিন পর দোষী সাব্যস্ত হল সঞ্জয় রায়।কলকাতা পুলিশ যে সঞ্জয় রায়কে দুষ্কর্মের প্রমাণ পেয়ে ধরেছিল,সেই সঞ্জয়কেই কাঠগড়ায় তোলে সিবিআই। ১৩অগাস্ট থেকে তদন্ত চালিয়ে সিবিআই চার্জশিটে স্পষ্ট করে সঞ্জয়ই দোষী। কলকাতা পুলিশের সঠিক পথেই তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছিল বলেও পরোক্ষে প্রমাণিত হয়।
বাংলার সরকারের পুলিশ যাকে ধরেছিল তাকে কেন্দ্রীয় তদন্ত সংস্থা দোষী বলে মনে করে।রাজ্যের পুলিশ আর সিবিআইয়ের তদন্তে একটা বিষয় পরিস্কার,সঞ্জয় রায় ছাড়া দ্বিতীয় কোনও ব্যক্তিকে অপরাধের জন্য খুঁজে পাওয়া যায়নি। তাই সিবিআইয়ের দেওয়া তথ্য প্রমাণ খতিয়ে দেখে শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস জানিয়ে দেন, সঞ্জয় রায়ই দোষী। সোমবার বেলা সাড়ে বারোটায় আদালতে সাজা ঘোষণা। ন্যায় সংহিতার ৩ ধারায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। ন্যায় সংহিতার ৬৪ নং ধারায় ধর্ষণ, সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা। বিএনএস ১০৩(১) নং ধারায় খুন, সর্বোচ্চ সাজা ফাঁসি। বিএনএস ৬৬ নং ধারায় ধর্ষণের কারণে মৃত্যু, সর্বোচ্চ সাজা ফাঁসি।
যে সিবিআইয়ে চিকিৎসকরা ভরসা রেখেছিলেন, ভরসা রেখেছিল বিরোধীরা সেই সিবিআই সঞ্জয় রায়কে দোষী প্রমাণ করল।আদালতে অনির্বাণ দাস সঞ্জয় রায়কে দেখে বলেন, আপনি ৯ অগাস্ট ভোরের দিকে আরজি কর হাসপাতালে ঢুকেছিলেন। সেখানে এ দিক-ও দিক ঘোরাঘুরি করার পর এক মহিলা চিকিৎসককে আক্রমণ করেন। তাঁর মুখ চেপে ধরেন।যৌন অত্যাচারও করেন।তাই আপনাকে দোষী সাব্যস্ত করা হল। যে সাক্ষীদের জেরা করা হয়েছে এবং সিবিআইয়ের আইনজীবীরা যা নথি ও তথ্য নিয়ে এসেছেন, তাতে আপনার অপরাধ প্রমাণিত। আপনাকে দোষী সাব্যস্ত করা হল।সেসময় সঞ্জয় রায় বলেন,তাঁর কিছু কথা বলার আছে।বিচারক বলেন,আপনার কথা শুনবো সোমবার।এই রায়ের পর নির্যাতিতার পরিবার জানায়,বিচারক আমাদের কথা শুনেছেন, এবার কী সাজা হয় দেখতে হবে।