ফের সিজিও কমপ্লেক্সে আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ
Sandeep Ghosh, ex-principal of RG Kar Hospital in CGO complex

Truth Of Bengal: কলকাতার আরজিকর কাণ্ডের প্রতিবাদের আগুনে ফুঁসছে গোটা দেশ। এই ঘৃণ্য ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে সর্বস্তরের মানুষেরা। হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তের ভার গিয়েছে সিবিআই এর হাতে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্তের ভার নেওয়ার পরে তরফ করেছিল আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে।
প্রথম দিন তলবে হাজিরা দেননি সন্দীপ। তিনি সেদিন হাইকোর্টে দারস্ত হয়েছিলেন তার নিরাপত্তার দাবিতে। আদালত থেকে ফেরার পথে সিবিআই সন্দীপকে পাকড়াও করে সোজা নিয়ে সিজিও কমপ্লেক্সে। সেই থেকে পরপর আট দিন সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন সন্দীপ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই সন্দীপের জেরা করে এই ঘটনার দ্রুত তদন্ত শেষ করতে চাইছে। অন্যদিকে শুক্রবার সকালে আর জি কর হাসপাতালে দুটো দিক লক্ষ্য করা গেল।
একদিকে কেন্দ্র বাহিনী মুড়ে ফেলেছে গোটা হাসপাতাল চত্বর। অন্যদিকে এখনও কর্ম বিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। প্রসঙ্গত কলকাতার আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ করে নৃশংসভাবে খুনের মামলায় প্রতিবাদীর আগুনে ফুঁসছে গোটা দেশ। এবার সেই প্রতিবাদের আগুনের আঁচ দিল্লিতে। এই নিশংস ঘটনায় প্রতিবাদ মিছিল করবেন সুপ্রিম কোর্টের মহিলা আইনজীবীরা।
উল্লেখ্য আর জি কর হাসপাতালে নৃশংস ঘটনায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই সন্দীপ ঘোষ সহ পাঁচ জনের বিরুদ্ধে শিয়ালদা আদালতে পলিগ্রাফ পরীক্ষার আবেদন জানায়। আদালত সে আবেদন মঞ্জুর করেছে। পাশাপাশি সন্দীপ সহ পাঁচজনের জবানবন্দির আবেদন করেন গোয়েন্দারা। এই আবেদনও মঞ্জুর করে আদালত। এর আগে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ মঞ্জুর করে আদালত।