
Truth Of Bengal: জয় চক্রবর্তী: শুভেন্দু অধিকারী সম্পর্কে অনিয়ন্ত্রিত কথা বলেছেন হুমায়ুন কবীর ও সিদ্দিকুল্লা চৌধুরী। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে দৃষ্টি আকর্ষণী প্রস্তাব নিয়ে আসেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।
প্রস্তাবটি পাঠ করতে দিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু এ বিষয়ে কোন আলোচনার জন্য সময় দিতে চাননি অধ্যক্ষ। ‘এ বিষয়ে যা বলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন’ জানিয়ে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এরপরেই প্রতিবাদ করতে থাকেন গেরুয়া শিবির। তারপর অধিবেশন থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা।