কলকাতা

খাস কলকাতার বুকে পথদুর্ঘটনা, বলি ১

Road accident in the heart of Khas Kolkata, say 1

Truth Of Bengal: উল্টোডাঙার মুচিবাজারে পথদুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটে সকাল ১১টা নাগাদ। বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত ১ মহিলা। উল্টোডাঙা স্টেশনের দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ উঠেছে, সিগন্যাল ভেঙে ওই মহিলা পথচারীকে পিষে দিয়েছে বাস। দুর্ঘটনাকে ঘিরে উল্টোডাঙার মুচিবাজারে তুলকালাম। হাওড়া-বারাসাত রুটের এল-২৩৮ বাস সহ একাধিক বাস ভাঙচুর করে উত্তেজিত জনতা। পরিস্থিতি সামলাতে বিশাল পুলিশবাহিনী এলাকায়।

এদিন বেলা ১১টা নাগাদ তেলেঙ্গাবাগানে দুই বাস একে অপরের সঙ্গে রেষারেষি করে। তার মধ্যে একটি বাস সিগন্য়াল ভেঙে এক মহিলাকে পিষে দেয়। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হল না। প্রাণ হারান মহিলা। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে সাধারন মানুষ।

Related Articles