কলকাতারাজ্যের খবর
Trending

সোমেও অব্যাহত রেমাল দাপট, দুর্যোগের মেঘে ঢাকা কলকাতা

Remal Update

Truth Of Bengal: দুর্যোগের মেঘে ঢাকা কলকাতা, সোমবারও দিনভর চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা। অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে রবিবার রাতে লণ্ডভণ্ড হয় বহু এলাকা। তার প্রভাবে মহানগরের কলকাতায় প্রবল বেগে ঝড় বয়ে যায়।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সোমবারও দুর্যোগ অব্যাহত থাকবে। আবহাওয়ার উন্নতি হতে সময় লাগবে। ঝড়বৃষ্টি চলবে কলকাতায় ও জেলায় জেলায়। আবহাওয়া দফতরের পক্ষ থেকে দক্ষিণবঙ্গের আট জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিহবে। সেই সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।

সোমবার সকালেই, জানিয়েছে হাওয়া অফিস। শুধু কমলা সতর্কতা নয়, সোমবার রাজ্যের দুই জেলায় লাল সতর্কতাও জারি রয়েছে। নদিয়ায় ও মুর্শিদাবাদ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার। সেই সঙ্গে বজায় থাকবে দমকা হাওয়ার বেগ। এই দমকা হওয়ার গতিবেগ পৌঁছে যেতে পারে ৮০ কিলোমিটার পর্যন্তও। এই দুই জেলায় সোমবার ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪পরগনা ও উত্তর ২৪ পরগনায় বিশেষ সর্তকতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী ৪৮ ঘন্টায় আবহাওয়ার তেমন পরিবর্তন ঘটবে না। রেমালের প্রভাব অব্যাহত থাকবে।

Related Articles