
The Truth of Bengal: পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিক রিপোর্টে দেখা গিয়েছে, ভারতের মেট্রোপলিট্যান শহরগুলির মধ্যে কলকাতায় দূষণের মাত্রা অনেকটা বেড়েছে। এখনই কড়া পদক্ষেপ না করলে, অদূর ভবিষ্যতে সমূহ বিপদ। আর দূষণের সেই মাত্রা কমাতেই এক গুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে পুরসভার তরফে।
যেমন কলকাতায় ফসিল ফুয়েল চালিত গাড়ির ব্যবহার ধীপে ধাপে কমিয়ে ব্যাটারি চালিত পরিবহণ চালাতে উদ্যোগ নেওয়া হচ্ছে তেমনই, কলকাতা শহরের বহু জায়গা চিহ্নিত করা হয়েছে, যেখানে গাছ লাগানো হবে। কলকাতা পুরসভা সূত্রে খবর, কলকাতা থেকে দক্ষিণেশ্বর এর গঙ্গা পারে এলাকার বহু জমি সেনা এবং বন্দর কর্তৃপক্ষের অধীনে রয়েছে। এই খালি জায়গায় গাছ বসাতে গেলে তাদের অনুমতি প্রয়োজন।
তবে সেই সহযোগিতার আশ্বাস মিলেছে বলে দাবি মেয়র ফিরহাদ হাকিমের। তিনি জানান, কলকাতা তিন চার বছরে এক কোটি গাছ কলকাতায় লাগানোর পরিকল্পনা রয়েছে। মেয়র ফিরহাদ হাকিম আরও জানান, গঙ্গার দুইপাড়ের, নিম, দেবদারু, এবং ম্যানগ্রোভের একটি প্রজাতির গাছ লাগানো হবে। পাশাপাশি সেনার তরফে পূর্তদফতরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আরও বেশি গাছ লাগানোর।