দুবাইতে বিলাসবহুল দুটি ফ্ল্যাট, বিপুল টাকা লগ্নি, বাকিবুরের সম্পত্তি দেখে তাজ্জব গোয়েন্দারা
Ration Scam Bakibur Rahaman

The Truth of Bengal: রেশন দুর্নীতিকাণ্ডে প্রধান অভিযুক্ত বাকিবুর রহমানের বিরুদ্ধে একাধিক তথ্য হাতে পেয়েছেন ইডি-র কর্তারা। সূত্রের খবর, দুবাইতে দুটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছিলেন বাকিবুর। যার দাম প্রায় আট কোটি টাকা। সেই ফ্ল্যাটের জন্য অধিকাংশ টাকা পাঠিয়েছিলেন দুবাইতে।
ইডি সূত্রে জানা গিয়েছে, দুবাইতে ফ্ল্যাট কেনার জন্য যে টাকা পাঠানো হয়েছে, তার জন্য কিছু টাকা ঋণও নিয়েছিলেন তিনি। কিন্তু প্রায় ১৪ কোটি টাকার তিনি কীভাবে আয় করেছেন, তার উত্তর এখনও মেলেনি। তদন্তকারী অফিসারদের মত, দুর্নীতির টাকাই ব্যবহার করা হয়েছিল, ফ্ল্যাট কেনার ক্ষেত্রে। গোয়ান্দাদের কাছে এই তথ্য আসার পরেই একটি প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে, সেটি হল, নিছক সম্পত্তি বাড়াতেই দুবাইতে ফ্ল্যাট কিনেছিলেন নাকি, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ারও পরিকল্পনা ছিল বাকিবুরের? সেই উত্তরও খোঁজার চেষ্টা চালানো হচ্ছে।
ইডি-র তরফে জানানো হয়েছে, রেশন দুর্নীতির জাল অনেকটাই বিস্তার করেছিল বাকিবুর। এর সঙ্গে আরও অনেকে জড়িয়ে রয়েছে, কিছু ঘনিষ্টের তালিকাও তৈরি করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। যদিও ইতিমধ্যে কয়েকজনকে তলব করা হয়েছে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, এই তালিকায় বেশ কিছু রেশনডিলার এবং গণবণ্টন ব্যবস্থার সঙ্গে জড়িত কর্মী রয়েছেন।