
The Truth of Bengal: বিধানসভায় রাজ্যসঙ্গীত অবমাননার অভিযোগ, রাজ্য সঙ্গীত অবমাননার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ ৫ বিজেপি বিধায়কের বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের অভিযোগ তৃণমূল বিধায়কদের।
বৃহস্পতিবার বাজেট পেশের শুরুতে রাজ্য সঙ্গীত পরিবেশিত হয় বিধানসভায়। সেই সময় তৃণমূল বিধায়করা উঠে দাঁড়িয়ে যখন রাজ্য সঙ্গীতে গলা মেলাছিলেন, সেই সময় বিজেপি বিধায়করা নিজেদের সিটেই বসে ছিলেন।
এই ঘটনায় রাজ্য সঙ্গীত অবমাননা হয়েছে। শুক্রবার রাজ্য বিধানসভসভা এই নিয়ে বিজেপির বিরুদ্ধে সস্বাধিকার ভঙ্গের অভিযোগ তোলেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়র কাছে অভিযোগ করা হয়েছে তৃণমূল পরিষদীয় দলের পক্ষ থেকে।