
Truth Of Bengal: মার্চ মাসের শুরু থেকেই বঙ্গ জুড়ে তীব্র দাবদাহ। আর এইসময় স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ মেঘ ঢুকছে রাজ্যের আকাশে। তাই আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
পূর্বাভাস অনুসারে, বৃহস্পতিবার, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং পূর্ব বর্ধমানে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি হবে সব জেলাতেই। কলকাতায় বৃহস্পতিবার বিকেল বা রাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের গতিবেগ বাড়বে শুক্রবার। শনিবারেও কলকাতাতে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল ও সন্ধ্যের দিকে। সব জেলাতেই ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে।
উত্তরবঙ্গে শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা। উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। কলকাতার শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৫ থেকে ৯১ শতাংশ।