তীব্র গরম থেকে স্বস্তি, শুক্রে কলকাতা- সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
Rain forecast in Kolkata, South Bengal on Friday

Truth Of Bengal: এপ্রিলের প্রথম সপ্তাহ প্রায় শেষের দিকে। তাপমাত্রার পারদ প্রায় ঊর্ধ্বমুখী। এই অবস্থায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, শুক্রবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। সেইসময় হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০ কিমি থেকে ৫০ কিমি।
শুক্রবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ডিগ্রি এবং ২৭ ডিগ্রির আশেপাশে থাকবে ৷ পশ্চিমের জেলাগুলি মূলত শুষ্ক থাকবে। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ৷ এদিন দক্ষিণের সব জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে৷ সেরকমই পূর্বাভাস আবহাওয়া দফতরের৷
অন্যদিকে এদিন দার্জিলিং, কালিম্পং, কোচবিহারের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। শুষ্ক থাকবে আবহাওয়া। তবে রবিবার থেকে বাড়বে তাপমাত্রার পারদ। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ .৯ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ .৩ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি বেশি।