গুমোট গরম থেকে স্বস্তি, রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
Rain forecast across the state, relief from scorching heat

Truth Of Bengal: গুমোট গরমে নাজেহাল অবস্থা আমজনতার। এইসময় বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। আর এরপ্রভাবে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, শনি এবং রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই। সেইসঙ্গে থাকবে আদ্রতাজনিত অস্বস্তি।
পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। শুক্রবার ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাই ভিজবে এ দিন। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, তাই আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে।
অন্যদিকে উত্তরবঙ্গে প্রত্যেক জেলায় ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার।এই জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সপ্তাহজুড়ে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে হবে বৃষ্টি। আর তাতে টানা গরমের পর এই বৃষ্টির জেরে কিছুটা হলেও স্বস্তি পাবেন উত্তরবঙ্গ বাসী।