কলকাতা

সোমবার রাজ্যে জুড়ে বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি করলো হাওয়া অফিস

Rain forecast across the state on Monday, weather office issues warning

Truth Of Bengal: সোমবার বৃষ্টি বাড়ার পূর্বাভাস রাজ্যের বিভিন্ন অংশে। এর জেরে একাধিক জেলায় জারি হয়েছে সতর্কতা। আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি থাকবে। এরপর মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়।

বুধবার ঝড়-বৃষ্টির সতর্কতা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায়। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া।

সোমবার বিকেলের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টির ফলে তাপপ্রবাহের সম্ভাবনা কমেছে।

শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, কালিম্পং-সহ মোটামুটি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে বৃষ্টির সঙ্গে ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো  হাওয়া বইতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে।

Related Articles