প্রকাশ্যে তোলাবাজি! প্রতিবাদ মহিলা সমাজকর্মীর, ক্লোজ বরানগর থানার এএসআই সহ সিভিক
Public extortion! Protest by women social workers

Truth of Bengal: বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়ানো একটি পুলিশের গাড়ি। গাড়ির ভিতরে বসে ছিলেন বরানগর থানার এক এএসআই। বাইরে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন এক সিভিক ভলান্টিয়ার। আর ঠিক তখনই এক মহিলার অভিযোগে চাঞ্চল্য ছড়ায় – দুই পুলিশকর্মী তোলাবাজি করছেন।
সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি ট্রুথ অফ বেঙ্গল)। ভিডিওতে দেখা যায়, এক মহিলা রাস্তায় দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করছেন। তাঁর দাবি, গাড়িতে বসে থাকা পুলিশ অফিসারের নির্দেশে সিভিক ভলান্টিয়ার একের পর এক মালবাহী গাড়ি থেকে টাকা তুলছিলেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, পরে ওই সিভিক ভলান্টিয়ার মহিলার সামনে হাতজোড় করে ক্ষমা চান। এমনকী চিৎকার শুনে গাড়ি থেকে বেরিয়ে আসেন পুলিশ অফিসারও।
ঘটনার মূল অভিযোগকারীর নাম পিঙ্কু মিত্র, যিনি একজন সমাজকর্মী। তিনি বাগুইআটির বাসিন্দা এবং এক সহকর্মীকে নিয়ে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিলেন। পথেই তিনি দেখতে পান পুলিশ বেআইনিভাবে লরি থেকে টাকা তুলছে। তাঁর অভিযোগ, এভাবে টাকা তোলার ফলে অনেক গাড়ি হঠাৎ গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করছিল, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়ায়। এমনকি একটি লরির ধাক্কা থেকে অল্পের জন্য রক্ষা পান পিঙ্কু নিজেই।
ভিডিওতে দেখা যায়, পিঙ্কু মিত্র তীব্র প্রতিবাদ জানিয়ে পুলিশের বিরুদ্ধে রীতিমতো প্রশ্ন তোলেন। সিভিক ভলান্টিয়ার কান্নায় ভেঙে পড়েন, এবং অভিযুক্ত পুলিশ অফিসার ও সিভিক ভলান্টিয়ার দুজনেই হাতজোড় করে ক্ষমা চান।
এই ভিডিও ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসেছে বারাকপুর পুলিশ কমিশনারেট। পুলিশ কমিশনার অজয় ঠাকুর জানান, “অভিযুক্ত অফিসারকে ক্লোজ করা হয়েছে এবং বিভাগীয় তদন্ত চলছে। পাশাপাশি, পুলিশের সঙ্গে দুর্ব্যবহার হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।”