কলকাতা থেকে ইউরোপ সরাসরি বিমান চেয়ে বিধানসভায় প্রস্তাব
Proposal in the Assembly seeking direct flights from Kolkata to Europe

Truth Of Bengal: দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা। আন্তর্জাতিক বিমানবন্দর হওয়া সত্বেও সরাসরি কলকাতা থেকে ইউরোপের মধ্যে কোন বিমান পরিষেবা নেই। ইউরোপের সঙ্গে কলকাতার সরাসরি বিমান যোগাযোগ চেয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করতে বিধানসভায় প্রস্তাব আনল রাজ্য। এই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী থেকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
রাজ্যের আনা এই প্রস্তাবকে সমর্থন করেন বিরোধী দলনেতা। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় সংশ্লিষ্ট মন্ত্রকে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে তাদের বিধায়করাও যেতে রাজি। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিরোধী দলনেতার এই মতামতকে স্বাগত জানান।চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, এই প্রস্তাবকে কেন্দ্র করে বিরোধী দলনেতা সিভিল এভিয়েশন মিনিস্ট্রির কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এটা খুবই ভালো লাগলো। ফেডারেল স্ট্রাকচারের মাধুর্য এখন ওরা বুঝতে পারছে না। এয়ারপোর্টের জমি সবটাই কেন্দ্রের। আপনি যেটা বলেছেন দুটো এগ্রিমেন্ট হয়েছে, কলকাতা আছে।
আন্তর্জাতিক কালেক্টিভিটি আরও ভালো করে যাতে হয় সেই ব্যবস্থা করার জন্য বলছি। অনেকেই বলছেন কি আমরা করছি না কি করা দরকার। ২০১২ সালে আন্তর্জাতিক একটি এয়ারলাইন তাদের পরিষেবা বন্ধ করল। আমরা কিন্তু এসেছি ২০১১সালে। ২০০২ সালে আরও একটি আন্তর্জাতিক বিমানের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। আন্তর্জাতিক কানেক্টিভেটি বাড়ানোর জন্য যে পরিকাঠামো তার জন্য আমরা কিছু করছি না এটা ঠিক নয়। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার একসঙ্গে হয়ে যদি এটা আলোচনা করি আন্তর্জাতিক কালেক্টিভিটি বাড়াবার চেষ্টা করলে সেটাই জরুরি।