কলকাতা

“শিল্পক্ষেত্রে গড়িমসি বরদাস্ত নয়”, লালফিতের জট কাটাতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

"Procrastination is not tolerated in the industrial sector", Chief Minister's stern message to cut through the tangle of red tape

Truth Of Bengal: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পর সোমবার নবান্নে শিল্প বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে তিনি রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন এবং শিল্প সংক্রান্ত যে সমস্ত প্রশাসনিক জট রয়েছে, তা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন।

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, ‘লালফিতের জট’ কাটাতে হবে এবং ফাইল আটকে থাকার সমস্যা দ্রুত সমাধান করতে হবে। তিনি বলেন, কোনও ফাইল কেন আটকে রয়েছে, তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নিতে হবে। শিল্পক্ষেত্রে গড়িমসি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

নতুন কমিটি গঠনের ঘোষণা

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পর থেকেই রাজ্যে লগ্নির পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। সেই লগ্নি বাস্তবায়নের জন্য তিনি স্টেট লেভেল সিনার্জি কমিটি গঠনের ঘোষণা করেন। এই কমিটি প্রতি চার সপ্তাহ অন্তর বৈঠক করবে এবং শিল্প সংক্রান্ত যে কোনও সমস্যার দ্রুত সমাধান করবে।

তিনি জানান, “দীর্ঘদিন ধরে বহু ফাইল আটকে থাকায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ বাধাপ্রাপ্ত হচ্ছে। এখন থেকে দ্রুততার সঙ্গে কাজ করতে হবে, যাতে শিল্পোদ্যোগীরা কোনও সমস্যায় না পড়েন।”

টাকা চাওয়া হলে সরাসরি অভিযোগ জানানোর নির্দেশ

শিল্প স্থাপনের ক্ষেত্রে স্থানীয় নেতাদের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ প্রায়শই শোনা যায়। এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন, “কেউ যদি টাকা চায়, সরাসরি অভিযোগ করুন। সরকারি কাজে কারও থেকে টাকা নেওয়া অপরাধ।”

তিনি আরও বলেন, জেলার পর্যায়ে কো-অর্ডিনেশন কমিটি গঠন করা হবে, যাতে শিল্প স্থাপনের কাজে কোনও রকম হয়রানি না হয় এবং বিনিয়োগকারীরা নির্ভয়ে কাজ করতে পারেন।

উচ্ছেদ নয়, বিকল্প জমির ব্যবহার

বহুতল নির্মাণের জন্য অনেক সময় বসতি উচ্ছেদ করা হয়, যা নিয়ে নানা বিতর্ক তৈরি হয়। এই বিষয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, “বসতি ফাঁকা করে বিল্ডিং নয়, বিকল্প ফাঁকা জমি ব্যবহার করুন।” তিনি জানান, উন্নয়ন প্রয়োজন, তবে সাধারণ মানুষের স্বার্থ সবার আগে।

মুখ্যমন্ত্রীর এই শিল্প বৈঠক বাংলার শিল্পায়নকে আরও গতিশীল করবে বলে মনে করা হচ্ছে। তাঁর বার্তা স্পষ্ট— দ্রুত সিদ্ধান্ত নিন, বাংলার ভবিষ্যৎ উন্নত করুন।

Related Articles