প্রাক স্বাধীনতা দিবস উদযাপন, উদ্যোগে টালিগঞ্জ হেড পোস্ট অফিস
Pre Independence Day Celebrations

The Truth of Bengal: কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে প্রাক স্বাধীনতা দিবস উদযাপন এর মাধ্যমে হর ঘর তেরাঙ্গা কর্মসূচিতে টালিগঞ্জ হেড পোস্ট অফিসের কর্মীরা। টালিগঞ্জ সংলগ্ন অঞ্চল প্রদক্ষিণ করে একটি প্রভাত ফেরী। সাধারণ নাগরিক কে স্বাধীনতা দিবস উদযাপনের বার্তা তুলে ধরা হয় আয়োজনের মধ্যে দিয়ে। ভারতের প্রাচীনতম যোগাযোগ মাধ্যম ডাক পরিষেবা। আর্থিক লেনদেনের ক্ষেত্রেও ডাক পরিষেবার ভূমিকা অপরিসীম।
আধুনিক সমাজে ডাক পরিষেবায় এসেছে আমল পরিবর্তন। ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে স্বাধীনতা দিবস উদযাপনে টালিগঞ্জ হেড পোস্ট অফিসের কর্মীরা। কেন্দ্রীয় সরকারের ডাক বিভাগের নির্দেশিকা অনুযায়ী ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি নেয় কর্মীরা। জাতীয় পতাকা হাতে প্রভাত ফেরির আয়োজন করেন টালিগঞ্জ পোস্ট অফিসের আধিকারিকরা। টালিগঞ্জ লেক গার্ডেন সংলগ্ন অঞ্চল ঘুরে সাধারণ নাগরিকদের স্বাধীনতা দিবস উদযাপনের বার্তা দেন তারা।
ডাক পরিষেবাকে আরও উন্নততর করতে, টালিগঞ্জ হেড পোস্ট অফিসের অধীনস্থ অঞ্চলে প্রতিটি বাড়িতে পরিষেবা পৌঁছে দিতে ডাক কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম নেওয়া হয়েছে। যার মাধ্যমে আরো বেশি সংখ্যক গ্রাহককে এই পরিষেবার মাধ্যমে অন্তর্ভুক্তি করা হবে বলে জানান টালিগঞ্জ হেড পোস্ট অফিসের পোস্টমাস্টার অরনী ভট্টাচার্য। টালিগঞ্জ হেড পোস্ট অফিসের এই প্রাক স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানকে সাধুবাদ জানান সাধারণ মানুষ। পরিষেবার পাশাপাশি তারা যদি এ ধরনের উদ্যোগে এগিয়ে আসেন সমাজের কাছে তা ভালো বার্তা বহন করে তা বলাই চলে।