খাস কলকাতার আদালত চত্বরে পুলিশ কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
Police officer's bullet-riddled body found in Kolkata court premises, sensational incident

Truth of Bengal: কলকাতার বিবাদী বাগ সিটি সিভিল কোর্ট চত্বর থেকে এক পুলিশ কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, তিনি নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন।
খাস কলকাতার নগর দায়রা আদালত চত্বর থেকে এক পুলিশ কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম গোপাল নাথ। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, তিনি নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন।
ঘটনার খবর পাওয়া মাত্রই আদালত চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। তদন্তের জন্য আনা হয়েছে স্নিফার ডগ। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ডিসি সেন্ট্রাল-সহ শীর্ষ পুলিশ আধিকারিকরা।
খাস কলকাতার আদালত চত্বরে পুলিশ কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায় pic.twitter.com/jJjAU0Bu5g
— TOB DIGITAL (@DigitalTob) February 5, 2025
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকাল সাতটা নাগাদ নগর দায়রা আদালতের নিচের তলায় সিঁড়ির পাশে একটি চেয়ারে গোপাল নাথের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। তাঁর কপালের পাশে গুলির চিহ্ন পাওয়া গেছে। জানা গেছে, তিনি এক বিচারকের দেহরক্ষী হিসেবে নিযুক্ত ছিলেন। তবে কী কারণে তিনি এই চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। আদালত চত্বরে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
গোপাল নাথের মৃত্যু আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। রহস্যমৃত্যুর কিনারা করতে সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ