কলকাতা

নিউটাউন নাবালিকা ধর্ষণ-খুনে চার্জশিট দিল পুলিশ

Police issue chart sheet in Newtown minor rape-murder case

Truth Of Bengal: নিউটাউন নাবালিকা ধর্ষণ খুনে ১৯ দিনের মাথায় চার্জশিট জমা দিল পুলিশ। সোমবার আদালতে চার পৃষ্ঠার চার্জশিট জমা পড়েছে।

প্রসঙ্গত, চলতি মাসের ৭ তারিখ নিউটাউন থানা এলাকায় এক নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। এই ঘটনার খবর মিলতেই শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। ওই এলাকায় বহুতলের কাছে ঝোপের মধ্যে থেকে দেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, মায়ের বকুনি খাওয়ায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল ওই স্কুলছাত্রী। একটি চিঠি লিখে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল সে। খোঁজ না পেয়ে বৃহস্পতিবার রাতে থানায় মিসিং ডায়েরি করে মেয়েটির পরিবার। এরপর শুক্রবার সকাল ৯.৫০ নাগাদ স্থানীয়দের নজরে আসে ওই মৃতদেহ। ঝোপের মধ্যে থেকে ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়। লোহাব্রিজের কাছে বেড়া দিয়ে ঘেরা আগাছা ভর্তি একটা জায়গায় পড়েছিল দেহটি। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে এলাকায় পুলিশ আসে। এরপর তারা এসে দেহটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বিধাননগর থানার পুলিশ।

এরপর ৯ ফেব্রুয়ারি নিউটাউন নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক টোটো চালককে গ্রেফতার করে পুলিশ। নিউটাউন পুলিশ ক্যাম্প এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে বিধাননগর গোয়েন্দা এবং নিউটাউন থানার পুলিশ। ধৃতের নাম সৌমিত্র রায় রাজ বয়স ২৬। নদীয়ার রানাঘাটের বাসিন্দা। ওই ব্যক্তি নিউটাউন আদর্শ পল্লী এলাকায় ভাড়া থাকত বলে খবর।

Related Articles