কলকাতা

রেড রোডে পুলিশের হাফ-ম্যারাথন, দৌড়ে পা মেলালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Police Half-Marathon on Red Road

The Truth of Bengal: কলকাতার রেড রোডে পুলিশের হাফ-ম্যারাথনে শামিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যান্যদের সঙ্গে তিনিও দৌড়ে পা মিলিয়েছিলেন। ১০ কিলোমিটার দৌড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

হাফ-ম্যারাথনের তিনটি পর্যায় রয়েছে— ২১ কিলোমিটার, ১০ কিলোমিটার এবং পাঁচ কিলোমিটার। ইচ্ছামতো যে কোনও পর্যায়ে অংশগ্রহণ করা যায়। অভিষেক ১০ কিলোমিটার ম্যারাথনে অংশ নিয়েছিলেন। কালো শার্ট, সাদা ট্রাউজার্স পরে দৌড়তে দেখা যায় তৃণমূলের সেনাপতিকে।

কলকাতা পুলিশের হাফ-ম্যারাথনে রবিবার সকালে অভিষেক ছাড়াও ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এ ছাড়া, দেব, আবীর চট্টোপাধ্যায়, ইশা সাহাদের মতো টলিউডের একাধিক তারকা ম্যারাথনে পা মিলিয়েছেন। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও ম্যারাথনে উপস্থিত ছিলেন।

Related Articles