কলকাতা

চলতি মাসের মধ্যেই গরমে হাঁসফাঁস করবে মানুষ, আভাস আবহাওয়া দফতরের

People will be panting in the heat this month, predicts the Meteorological Department

Truth Of Bengal : রাত পেরলে উপভোগ করা যাচ্ছে হালকা ঠান্ডার আমেজ। ভোরের দিকেও মোটামুটি আরামের আবহাওয়া। কয়েকদিন আবহাওয়া এরকমই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরে গত দুদিন ধরে চলছে বৃষ্টির আমেজ। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল দক্ষিণে আগামী কয়েক দিনে এক থেকে দুই ডিগ্রির মতো চড়বে তাপমাত্রা। সেই মতো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণে হালকা গরম অনুভূত হচ্ছে। এই মুহূর্তে বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া আরো জানিয়েছে, দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সঙ্গে হতে পারে তুষারপাত।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী পাঁচ দিন রাজ্যের উত্তর বা দক্ষিণের তাপমাত্রা তেমন কোন হেরফের হবে না। সামনে আসছে দোলের উৎসব। চলতি বছর দোলে বেশ ভালোই গরম থাকবে তেমনটাই আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় গত কয়েকদিন ধরেই হালকা থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে।  খুব বেশি বৃষ্টিপাত হয়েছে দার্জিলিং এবং তার আশেপাশের অঞ্চলে। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর তবে এই রবিবারও হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে।

আপাতত কলকাতা শহরের আবহাওয়া রয়েছে বেশ মনোরম। কয়েক দিনের মধ্যেই কলকাতার তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী কয়েকদিনের মধ্যেই কলকাতার তাপমাত্রা কয়েক ডিগ্রি বেড়ে যেতে পারে। আপাতত ছিল তোমাদের বৃষ্টির কোন সম্ভাবনার কথা জানায়নি আলিপুর আবহাওয়া দপ্তর।

Related Articles