কলকাতা

কয়েক হাজার চাকরিপ্রার্থীর থেকে টাকা নিয়েছিলেন পার্থ! ইডির চার্জশীটে চাঞ্চল্যকর তথ্য

Partha Chatterjee took money from thousands of job seekers, Sensational information in ED's charge sheet

Truth of Bengal: পার্থ চট্টোপাধ্যয়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর চার্জশীট সিবিআই এর, চার্জশিটে দাবি করা হয়েছে এক হাজারের বেশি চাকরিপ্রার্থীর থেকে টাকা নিয়েছেন অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর অন্যান্য সঙ্গীরা। গত ১ অক্টোবর এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ, শুক্রবার তাঁর বিরুদ্ধে দীর্ঘ ৪০ পাতার একটি চার্জশিট পেশ করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও এই চার্জশীটে নাম রয়েছে অয়ন শীল, সন্তু গঙ্গোপাধ্যায়েরও।

দুর্নীতি মামলায় দু বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। এর আগে জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেনও হয়েছেন তিনি। ইডির মামলায় শর্তসাপেক্ষে জামিনের অনুমতিও মিলেছে। তবে জামিন খারিজ করা হয়েছে।  আজ, শুক্রবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর চার্জশিট পেশ করল সিবিআই।

পার্থ চট্টোপাধ্যায়কে জেরায় বহু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, তার মধ্যে আজ চার্জশিটে দেওয়া তথ্য নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, যেখানে বলা হয়েছে প্রায় ১ হাজারেরও বেশি মানুষের কাছে থেকে চাকরি দেওয়ার তাগিদে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আবার অপরদিকে, ইডির মামলা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়ার আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁর আইনজীবী।

প্রসঙ্গত, এই মামলায় গত সোমবার চার্জ গঠনের কথা ছিল। ওইদিন মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছিল ৯ অভিযুক্ত। সেখানেই পিছিয়ে যায় চার্জশীট গঠন। এর পরে বুধবার পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়-সহ মোট ৫৪ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া শুরু হয়। সেই দিনই বিচারক এর তরফ থেকে শুক্রবারে চার্জশীট গঠনের কথা বলা হয়।

Related Articles