কলকাতারাজনীতি

২৯ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজত পার্থ-অর্পিতার

Partha Chatterjee Arpita Mukherjee in jail till February 29

The Truth of Bengal: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামালায় ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের। মঙ্গলবার প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত ইডির মামলার শুনানি ছিল বিচার ভবনে। এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়-সহ অন্যান্য অভিযুক্তদের হাজিরা ছিলেন আদালতে। তবে অর্পিতা মুখোপাধ্যায় সশরীরে উপস্থিত না থাকলেও ছিলেন ভার্চুয়ালে। আদালতে উপস্থিত থেকে তাঁর হয়ে সওয়াল করেন অর্পিতার আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য্য। শারীরিক অসুস্থতার কারণেই তিনি হাজিরা দিতে আসতে পারেননি বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।

জেলে চিকিৎসা হলেও তাতে তিনি সেভাবে সুস্থ হচ্ছেন না। তাই উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন অর্পিতা। মঙ্গলবার সে কথাই তিনি সরাসরি জানান আদালতে। অর্পিতার আর্জি শুনে বিচারক জেল কর্তৃপক্ষকে বলেছেন, তাঁরা যেন নিজেদের দায়িত্বের কথা ভুলে না যান। তিনিই মঙ্গলবার বিচারককের কাছে আর্জি করেন, অর্পিতার চিকিৎসার জন্য তাঁকে কোনও ভাল বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। একান্তই তা সম্ভব না হলে, কেন্দ্রের নিয়ন্ত্রণে থাকা কম্যান্ড হাসপাতালেও আপত্তি নেই তাঁদের।

Free Access

Related Articles