উচ্চমাধ্যমিক নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা, পুলিশে অভিযোগ সংসদের!
Parliament complains to police about attempt to create confusion about higher secondary education!

Truth Of Bengal: উচ্চমাধ্যমিক নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ সামনে এল। মূলত, প্রশ্নফাঁস হয়েছে এমন দাবি করে একটি ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেন এক যুবক। সূত্রের খবর, অভিযুক্তের নাম অনুভব মাইতি। এই ঘটনার কথা জানাজানি হতেই তড়িঘড়ি এই অভিযোগকে ‘মিথ্যা’ বলে দাবি করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পাশাপাশি, বিধাননগর সাইবার ক্রাইম থানায় ওই অভিযুক্তের বিরুদ্ধে এফআইয়ার দায়ের করে সংসদ।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে সমাজমাধ্যমে একটি ভিডিও সংসদের নজরে আসে। যেখানে দেখা যায়, উচ্চমাধ্যমিকে পদার্থবিদ্যা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে দাবি করা হয়েছে। এই পরীক্ষার যে প্রশ্নপত্র সেটির পিডিএফ সংস্করণ একটি হোয়্যাটস্অ্যাপ গ্রুপে শেয়ার করা হয়েছে। এর জবাবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে দাবি করা হয়েছে, কোনও প্রশ্ন লিক হয়নি। আসল প্রশ্নপত্রটি নিরাপদ জায়গাতেই রয়েছে।

পরবর্তীতে, বিধাননগর সাইবার থানায় ওই অভিযুক্ত যুবক অনুভব মাইতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সংসদ। গোটাটাই রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার একটি চক্রান্ত বলে ভাবা হচ্ছে। সূত্রের খবর, অভিযুক্ত অনুভব যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই ঘনিষ্ঠ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতিতে, সরকারকে ফের বিপদে ফেলার পরিকল্পনা করা হচ্ছিল কিনা তা নিয়েই প্রশ্ন নানা মহলে।